চীনের অর্থনীতির পূর্বপরিকল্পিত লক্ষ্য বাস্তবায়ন করতে পারে চীন: সিআরআই সম্পাদকীয়
  2019-11-14 18:52:07  cri

নভেম্বর ১৪: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর আজ (বৃহস্পতিবার) প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ১০ মাসে চীনের অর্থনীতি স্থিতিশীলতার সঙ্গে বৃদ্ধি পেয়েছে। প্রধান প্রধান সূচক উপযোগী পর্যায়ে বজায় রয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া এবং বহির পরিস্থিতির অনিশ্চয়তার সম্মুখীন হওয়ায় চীনের অর্থনীতির স্থিতিশীলতা সহজ নয় এবং অর্থনীতির সম্ভাবনাও দেখা দিয়েছে। আজ (বৃহস্পতিবার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।

সম্পাদকীয়তে বলা হয়েছে, গত ১০ মাসে স্থিতিশীলতা শব্দটি দিয়ে অর্থনীতির অবস্থা তুলে ধরা যায়। যেমন, পরিষেবা শিল্পে উত্পাদনের সূচক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভোগ্য পণ্যের ক্রয়ের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৮.১ শতাংশ বেড়েছে। একই সঙ্গে গত ১০ মাসে সিপিআই আগের বছরের তুলনায় ২.৬ শতাংশ বেশি, যা পূর্বপরিকল্পিত ৩ শতাংশের মধ্যে রাখা হয়েছে। বিশ্ব অর্থ-বাণিজ্য পরিস্থিতি মন্দাবস্থার সম্মুখীন হলেও চীনের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ তুলনামূলকভাবে দ্রুত প্রবৃদ্ধি পেয়েছে।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, কর্মসংস্থান মানে গণজীবিকা। গত ১০ মাসে সারা চীনের নগর জেলায় নতুন কর্মসংস্থানের সংখ্যা ১১৯ লাখ ৩০ হাজার, যা সময়ের পূর্বে পরিকল্পিত ১১০ লাখ কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য বাস্তবায়ন করা হয়েছে। তা মানুষের আয় বৃদ্ধির পাশাপাশি ভোগের সামর্থ্য উন্নয়নের জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করে। (রুবি/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040