বিচার বিভাগের সচিবের উপর হামলার নিন্দা করলেন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নির্বাহী কর্মকর্তা
  2019-11-15 15:13:35  cri
নভেম্বর ১৫: আজ (শুক্রবার) চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রকাশিত বিবৃতিতে বিচার বিভাগের সচিব থেরেসা ছেং লন্ডনে এক অনুষ্ঠানে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়।

হংকংয়ের নির্বাহী কর্মকর্তা ক্যারি লাম বলেন, হামলার আচরণ সভ্য সমাজের সীমা লঙ্ঘন করেছে, এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। স্থানীয় পুলিশ হামলাকারীকে গ্রেফতার করবে বলে আশা করেন তিনি।

উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার) লন্ডনে এক অনুষ্ঠানে হামলার শিকার হন থেরেসা ছেং। পরে তিনি স্থানীয় পুলিশকে হামলাকারীকে গ্রেফতারের আহ্বান জানান। তিনি সমালোচনা করে বলেন, যে কোনো ধরনের হিংসাত্মক তত্পরতা বা চরমপন্থাবাদ রাজনীতির অজুহাতে অন্যদের বৈধ অধিকার থেকে বঞ্চিত করার আচরণ যে কোনো দেশ বা অঞ্চলের জন্য ক্ষতিকর। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040