১৩৭টি দেশ ও ৩০টি আন্তর্জাতিক সংস্থার সাথে 'এক অঞ্চল, এক পথ' সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত
  2019-11-15 17:05:12  cri
নভেম্বর ১৫: চলতি বছরের অক্টোবর মাসের শেষ দিক পর্যন্ত বিশ্বের ১৩৭টি দেশ ও ৩০টি আন্তর্জাতিক সংস্থার সাথে 'এক অঞ্চল, এক পথ' সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে চীন। আজ (শুক্রবার) চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির মুখপাত্র মেং ওয়েই এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র বলেন, তাদের মধ্যে উন্নয়নশীল দেশ ও উন্নত দেশ, উন্নত দেশের কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান ও তৃতীয় পক্ষের বাজার অন্তর্ভুক্ত রয়েছে।

চীন-লাওস রেলপথ, চীন-থাইল্যান্ড রেলপথ, ইয়াওয়ান দ্রুতগতি ট্রেন, গোয়াদার বন্দর ও পিরাওয়ে বন্দরসহ বিভিন্ন প্রকল্প সুষ্ঠুভাবে চলছে। অক্টোবর মাসের শেষ দিকে চীন-ইউরোপ ট্রেনের যাতায়াত সংখ্যা প্রায় ২০ হাজার। চলতি বছরের প্রথম ৯ মাসে 'এক অঞ্চল, এক পথ' সংলগ্ন দেশে চীনের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ প্রায় ৯৫০ বিলিয়ন মার্কিন ডলার, টানা ২০টিরও বেশি দেশের সাথে দ্বিপাক্ষিক মুদ্রা বিনিময় পরিকল্পনা নির্ধারিত হয়েছে।

মুখপাত্র আরো বলেন, ভবিষ্যতে বিভিন্ন দেশের সাথে যৌথ পরামর্শ, নির্মাণ ও উপভোগের ভিত্তিতে দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' শীর্ষফোরামের সাফল্য বাস্তবায়নের চেষ্টা করে চীন। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040