ব্রিক্সভুক্ত দেশগুলোর নেতাদের ১১তম বৈঠকে সি চিন পিং'র গুরুত্বপূর্ণ ভাষণ
  2019-11-15 17:07:44  cri

নভেম্বর ১৫: গতকাল (বৃহস্পতিবার) ব্রিক্স দেশগুলোর নেতাদের ১১তম বৈঠক ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত হয়। ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো এতে সভাপতিত্ব করেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এতে অংশ নেন। দেশ ৫টির নেতৃবৃন্দ অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে নব্যতাপ্রবর্তনশীল ভবিষ্যত সৃষ্টি করার বিষয়কে কেন্দ্র করে ব্রিক্সভুক্ত দেশগুলোর সহযোগিতা ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন এবং ব্যাপক মতৈক্যে পৌঁছান।

সি চিন পিং এতে 'হাতে হাত ধরে প্রচেষ্টা চালিয়ে সহযোগিতার নতুন অধ্যায় সৃষ্টি' শিরোনামে ভাষণ দেন।

ভাষণে সি বলেন, ব্রিক্সভুক্ত দেশগুলোর উচিত দায়িত্ব পালন করে এবং বহুপক্ষবাদ অনুশীলন করার পাশাপাশি সংস্কার ও নব্যতাপ্রবর্তনশীল যুগ-এ সুযোগ কাজে লাগিয়ে ব্রিক্সভুক্ত দেশগুলোর নতুন শৈল্পিক অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর করা।চীন অব্যাহতভাবে উন্মুক্তকরণ বাড়াতে অবিচল থাকবে, গুণগতমানসম্পন্ন 'এক অঞ্চল, এক পথ' নির্মাণ এগিয়ে নিয়ে যাবে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট যৌথ কমিউনিটি গঠন ত্বরান্বিত করবে।

বলসোনারো, পুতিন, মোদি ও রামাফোসা বলেন, বর্তমান পরিস্থিতির অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা বেড়ে যাচ্ছে। সংরক্ষণবাদ ও একতরফাবাদ বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। ব্রিক্সভুক্ত দেশগুলোর উচিত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের চেতনায় সমন্বয় ও যোগাযোগ জোরদার করা, জাতিসংঘ সনদ ও নীতি রক্ষা করা এবং সমতাসম্পন্ন, স্বচ্ছ ও উন্মুক্ত বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা রক্ষার পাশাপাশি বিভিন্ন দেশের নিজ নিজ উন্নয়নের পথ, সার্বভৌমত্ব সমর্থন করা এবং বহির শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করা। (রুবি/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040