চীনের উদ্যোগ ব্রিক্সের 'স্বর্ণ দশক'-এর জন্য সহায়ক: সিআরআই সম্পাদকীয়
  2019-11-15 18:45:34  cri
নভেম্বর ১৫: দু'দিনব্যাপী ব্রিক্সভুক্ত দেশগুলোর নেতাদের ১১তম বৈঠক গতকাল (বৃহস্পতিবার) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সমাপ্ত হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে 'হাতে হাত ধরে প্রচেষ্টা চালিয়ে সহযোগিতার নতুন অধ্যায় সৃষ্টি' শিরোনামে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ভাষণে তিনি বিশ্ব অর্থনীতির উন্নয়ন ও আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের প্রবণতা তুলে ধরে ব্রিক্সভুক্ত ৫টি দেশের সন্ধিক্ষণ দায়িত্ব সম্পর্কে তিনটি প্রস্তাব দেন। তার ভাষণে বহুপক্ষবাদ ও নবোদিত বাজার ও উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষার প্রতিজ্ঞা প্রতিফলিত হয়। আজ (শুক্রবার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়েছে, বর্তমান সারা বিশ্ব বিশাল পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। ব্রিক্সভুক্ত দেশগুলো নতুন দফা প্রযুক্তিগত বিপ্লব ও শৈল্পিক সংস্কার সৃষ্ট গুরুত্বপূর্ণ সুযোগের পাশাপাশি সংরক্ষণবাদ ও একতরফাবাদের হুমকির সম্মুখীন হচ্ছে। এ প্রেক্ষাপটে সঠিক পথে এগিয়ে যাওয়া এবং নতুন চালিকাশক্তি আবিষ্কার করা ব্রিক্স সহযোগিতা গভীরতর করার চাবিকাঠিতে পরিণত হয়। এবারের ব্রিক্স শীর্ষসম্মেলনে সি চিন পিং জোর দিয়ে বলেন, ব্রিক্সভুক্ত দেশগুলোর তিনটি ক্ষেত্রে প্রয়োজনীয় দায়িত্ব পালন করা উচিত। এক, 'শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা ব্রিক্সভুক্ত দেশগুলোসহ নবোদিত বাজার দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। দুই: উন্মুক্তকরণ ও নব্যতাপ্রবর্তনশীল ভবিষ্যত সাধণ করা ব্রিক্সভুক্ত দেশগুলোর জনগণের কল্যাণের জন্য খুব গুরুত্বপূর্ণ। তিন: পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় জোরদার করা।

সম্পাদকীয়তে আরও বলা হয়, ব্রিক্সভুক্ত দেশগুলোর উচিত সংরক্ষণবাদের বিরোধিতা করা এবং যৌথ আলোচনা, প্রতিষ্ঠা ও ভাগাভাগির চেতনায় আন্তর্জাতিক ব্যাপারে নবোদিত ও উন্নয়নশীল দেশগুলোর প্রভাব উন্নীত করা। (রুবি/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040