হংকংয়ের সহিংস অপরাধীদের তীব্র নিন্দা জানালেন চীনের রাষ্ট্রীয় পরিষদের মুখপাত্র
  2019-11-16 15:58:50  cri
নভেম্বর ১৬: চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের এক নিরীহ মানুষ দাঙ্গাকারীর হামলায় নিহত হয়েছে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের আইন বিভাগের প্রধান তেরেসা চেং-ও লন্ডনে এক হামলায় আহত হয়েছেন। এ দুটি বিষয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের হংকং ও ম্যাকাও-বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ইয়াং কুয়াং গতকাল (শুক্রবার) হামলাকারীদের তীব্র নিন্দা জানান এবং শিগগিরি হামলাকারীকে আইনানুগ শাস্তি দেওয়ার আহ্বান জানান।

ইয়াং কুয়াং বলেন, সম্প্রতি হংকংয়ের সহিংস পরিস্থিতির অবনতি হয়েছে। এতে আইন ও সামাজিক শৃঙ্খলার গুরুতর ক্ষতি হয়েছে। এ পরিস্থিতি হংকংয়ের মানুষের নিরাপত্তায় হুমকি সৃষ্টি করেছে। দাঙ্গাকারীদের সহিংসতা শুধু হংকংয়েই নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে। গুরুতর এ অপরাধের আইনানুগ শাস্তি দেওয়া উচিত।

মুখপাত্র আরও বলেন, হংকংয়ের বিভিন্ন মহল দৃঢ়ভাবে যে কোনো ধরনের সহিংসতার বিরোধিতা করবে এবং সরকারকে সমর্থন জানাবে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040