আন্তর্জাতিক কনফুসীয় ফেডারেশনের ষষ্ঠ সদস্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন ওয়াং ছি শান
  2019-11-16 16:31:29  cri
নভেম্বর ১৬: কনফুসিয়াসের জন্মের ২৫৭০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সেমিনার এবং আন্তর্জাতিক কনফুসীয় ফেডারেশনের ষষ্ঠ সদস্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আজ (শনিবার) গণ-মহাভবনে আয়োজন করা হয়। চীনের ভাইস-প্রেসিডেন্ট ওয়াং ছি শান এতে অংশ নেন।

এ সম্মেলন আয়োজনের জন্য চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও চীন সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান ওয়াং ছি শান। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছরে যে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, তা সব মানুষের নিরলস প্রচেষ্টা এবং চীনা সভ্যতা ও বুদ্ধির সঙ্গে জড়িত। চীনা সভ্যতা হলো চীনা জাতি অবিচল থাকার চেতনা।

ওয়াং ছি শান জোর দিয়ে বলেন, ২০১৪ সালে আন্তর্জাতিক কনফুসীয় ফেডারেশনের পঞ্চম সদস্য সম্মেলনে গুরুত্বপূর্ণ ভাষণ দেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এটি কনফুসীয় সংস্কৃতি ও সব শ্রেষ্ঠ ঐতিহ্য সংস্কৃতি লালন-পালন এবং বিভিন্ন সভ্যতার পারস্পরিক শেখায় দিকনির্দেশনা দিয়েছে। নতুন ঐতিহ্যবাহী সূচনায় আমাদের উচিত নতুন সময়পর্বে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারা কাজে লাগিয়ে বিশ্বের সব সভ্যতাকে সম্মান করা এবং মানবসভ্যতার উন্নয়নে নতুন অবদান রাখা।

(ওয়াং হাইমান/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040