মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হংকং সম্পর্কিত মন্তব্য একদম ভুল: সিআরআই সম্পাদকীয়
  2019-11-17 15:44:15  cri
নভেম্বর ১৭: আজ (রোববার) চীন আন্তর্জাতিক বেতার হংকং পরিস্থিতি নিয়ে এক সম্পাদকীয় প্রকাশ করে। এতে বলা হয়, হংকংয়ে চরম সহিংসতা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে শতাধিক লোক আহত হয়েছে, একজন নিরীহ মানুষ মারা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন সহিংসতা উপেক্ষা করে আবারও ভুল মন্তব্য করেছেন। হংকং ইস্যুতে পম্পেও 'দ্বৈত মানদণ্ড' অনুসরণ করছেন এবং উন্মুক্তভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন। এ থেকে হংকং ইস্যু নিয়ে চীনের ওপর চাপ সৃষ্টি করা এবং চীনকে বিশৃঙ্খল করার অপচেষ্টা প্রতিফলিত হয়েছে। মাইক পম্পেও-এর ভুল মন্তব্য থেকে বোঝা যায়, হংকংয়ের সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্রের চীন-বিরোধী শক্তির সম্পর্ক রয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, হংকং বিশেষ প্রশাসনিক সরকার সহিংসতা সৃষ্টিকারী অপরাধীদের আইনানুগ শাস্তি দেবে যা হংকংয়ের আইন ও মানবাধিকার ও স্বাধীনতার রক্ষার সঙ্গে জড়িত।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি ব্রাসিলিয়ায় ব্রিক্স দেশের ১১তম শীর্ষসম্মেলনে অংশ নেওয়ার সময় বলেছেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়নের স্বার্থ রক্ষা করায় চীনের দৃঢ়তাকে ভুল বিবেচনা করা ঠিক নয়। যে কেউ হংকংয়ের বিষয়ে চীনের স্পষ্ট সংকেতকে ভুল বিবেচনা করলে তা সঠিক হবে না।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040