'ট্রেনে তিব্বতে যাবো'
  2019-11-18 10:28:08  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের তিব্বতি জাতির নারী কণ্ঠশিল্পী ইয়ং জিনলানজের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ছিংহাই প্রদেশের ইউশু'র তিব্বতি জাতি স্বায়ত্তশাসিত বান্নারের জিয়েগু থানায় জন্মগ্রহণ করেন। তিনি ইউশু বান্নারের নাচ ও গান দলের একজন অভিনেত্রী। ২০০৫ সালে তিনি প্রথম গান প্রকাশ করেন এবং চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। এখন আমি আপনাদেরকে তাঁর কণ্ঠে 'আমি তিব্বতকে পছন্দ করি' নামের গান শোনাবো। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

বন্ধুরা, শুনছিলেন ইয়ং জিনলানজের কণ্ঠে 'আমি তিব্বতকে পছন্দ করি' নামের গান। গানটি ২০১৫ সালের অগাস্ট মাসে মুক্তি পায়। ২০১০ সালের ১৬ জুন তিনি ইউশু'র শুভেচ্ছাদূত হিসেবে চীনের প্রথম 'কৃষক শিল্প উত্সবের' উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। ২০১১ সালের সেপ্টেম্বরে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কণ্ঠে 'ট্রেনে তিব্বতে যাবো' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ইয়ং জিনলানজের কণ্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে তাইওয়ানের নারী কণ্ঠশিল্পী চাং শাও হানের গান শোনাবো। তিনি ১৯৮২ সালের ১৯ জানুয়ারি চীনের তাইওয়ানের থাওইউয়ান শহরের চংলি এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। তিনি কানাডার স্যার উইনস্টন চার্চিল সেকেন্ডারি স্কুল থেকে স্নাতক হন। প্রথমে শোনাবো তাঁর কণ্ঠে 'বেইজিংয়ে এক রাত' নামের গান। গানটি প্রথমে গেয়েছেন কণ্ঠশিল্পী ছেন শেং। চাং শাও হান একটি টিভি অনুষ্ঠানে গানটি পুনরায় গেয়েছেন।

বন্ধুরা, শুনছিলেন চাং শাও হানের কণ্ঠে 'বেইজিংয়ে এক রাত' নামের গান। ২০০১ সালে তিনি প্রথমে টিভি সিরিজে অভিনয় করেন। ২০০৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৫ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৬ সালে তিনি তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। তিনি বিভিন্ন সংগীত ও চলচ্চিত্র প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কণ্ঠে 'ডার্লিং, সেটা প্রেম না' নামের গান শোনাবো। গানটি ২০০৭ সালে রিলিজ হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাং শাও হানের কণ্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনের ম্যাকাওয়ের নারী কণ্ঠশিল্পী জেন্নির সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তাঁর আসল নাম চেন শু শি। তিনি ১৯৫৩ সালের ২০ ফেব্রুয়ারি ম্যাকাওয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষের বাড়ি কুয়াংদং প্রদেশের চিয়াংমেন শহর। তিনি একজন কণ্ঠশিল্পী, অভিনেত্রী ও উপস্থাপিকা। তিনি ১৯৭১ সালে চীনের তাইওয়ানে প্রথম অ্যালবাম প্রকাশ করে সংগীতজগতে প্রবেশ করেন। প্রথমে শোনাবো তাঁর কণ্ঠে 'পৃথিবীতে তুমি সবচেয়ে ভালো' নামের গানটি। এটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন জেন্নির কণ্ঠে 'পৃথিবীতে তুমি সবচেয়ে ভালো' নামের গান। ১৯৭৮ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি টানা ছয় বার হংকংয়ের দশটি শ্রেষ্ঠ স্বর্ণ সংগীতের পুরস্কার লাভ করেন। ১৯৮১ সালে তিনি হংকংয়ে নিজের সংগীত কোম্পানি গড়ে তোলেন। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি বিশ্ব ট্যুরে বের হন এবং একক কনসার্টের আয়োজন করেন। তারপর তিনি সংগীতজগত থেকে বিদায় নেন। এখন আমি আপনাদেরকে 'লৌহ হৃদয়' নামের গানটি শোনাবো। এটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040