'বেইজিংয়ে এক রাত'
  2019-11-18 10:36:39  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের কণ্ঠশিল্পী ডিক এন্ড কাউবয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ডিক এন্ড কাউবয় ১৯৫৯ সালের ২৭ নভেম্বর একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৮ বছর বয়স থেকে মিউজিক পাবে গান পরিবেশনা শুরু করেন। তিনি ২০ বছর বয়স থেকে তার কোম্পানির সেলসম্যান, টিকিট ক্লার্ক ও গিটার শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। ২৮ বছর বয়সে তিনি রেকর্ড কোম্পানিতে যোগ দেন। প্রথমে শোনাবো তাঁর কণ্ঠে 'পিতা' নামের গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ডিক এন্ড কাউবয়ের কণ্ঠে 'পিতা' নামের গান। ১৯৯৬ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৭ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি টানা পাঁচ সপ্তাহ ধরে হংকংয়ে অ্যালবাম বিক্রির তালিকায় শীর্ষ দশম স্থানে ছিলো। ২০০১ সাল থেকে তিনি চীনের মূল ভূভাগে সংগীত নিয়ে কাজ শুরু করেন। তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতার বিচারকের দায়িত্বও পালন করেছেন। এখন শোনাবো তাঁর কণ্ঠে '৩০ হাজার ফুট' নামের গান। গানটি একটি রক সং, ১৯৯৯ সালে রিলিজ হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, এখন ডিক এন্ড কাউবয়ের কণ্ঠে 'আমি সে, যাকে তুমি ভালোবাসো না' গানটি শোনাবো। গানটিতে বলা হয়েছে:

"আঁধার রাতে বেজে ওঠে ফোন, আমি বিনিদ্র রজনী কাটাই

নিশ্চয় তুমিই ডেকেছ আমায়!

হয়তো তার আঘাতে হৃদয় তোমার ক্ষতবিক্ষত!

হয়তো তুমি এখন তাকে সন্দেহ করো

এটা সেই স্বেচ্ছাচারিতার পরিণতি!

নিজেকে বুঝতে পারো?

কার সঙ্গে থাকতে চাও, তা বুঝতে পারো?

আমি সে, যাকে তুমি ভালোবাসো না!

অথচ আমিই তোমার ভালোবাসার দরজায় অপেক্ষা করি।

সারা দিন-রাত স্মৃতির সঙ্গে লড়াই করি।"

আচ্ছা, বন্ধুরা, চলুন গানটি শুনি।

বন্ধুরা, শুনছিলেন ডিক এন্ড কাউবয়ের কণ্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে তাইওয়ানের সিন ব্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। সিন ব্যান্ড একটি রক ব্যান্ড। ব্যান্ডটির প্রধান ও ড্রামার হলেন হুয়াং মাই খ্য। প্রধান গায়ক লিউ ওয়েন চিয়ে, গিটার প্লেয়ার সুন চি ছুন, বেস প্লেয়ার লিউ স্যিয়াও হুয়া এবং কিবোর্ড প্লেয়ার বো ছাও হুয়া। ব্যান্ডটি ২০০২ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করে। প্রথমে শোনাবো ব্যান্ডটির 'বেইজিংয়ে এক রাত' নামের গান। গানটি প্রকাশিত হয় ১৯৯২ সালে, প্রথমে গেয়েছেন তাইওয়ানের কণ্ঠশিল্পী ছেন শেং। ২০০৪ সালে সিন ব্যান্ড গানটি পুনরায় তাদের অ্যালবামে অন্তর্ভুক্ত করে। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সিন ব্যান্ডের 'বেইজিংয়ে এক রাত' নামের গান। ২০০৪ সালে ব্যান্ডটির সদস্যরা টিভি সিরিজে অভিনয় করেন। ২০০৬ সালে ব্যান্ডটি 'সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড' হিসেবে পুরস্কার লাভ করে। ২০০৭ সালে ব্যান্ডটির সদস্য সু চিয়ান সিন ব্যান্ডটি ত্যাগ করেন। ২০০৯ সালে লিউ ওয়েন চিয়ে প্রধান গায়ক হিসেবে ব্যান্ডটিতে অংশ নেন। ২০১১ সালে ব্যান্ডটি পঞ্চম অ্যালবাম প্রকাশ করে। ২০১৪ সালে ব্যান্ডটি নাটকের থিম সং রচনা করে। ২০১৫ সালে অনলাইন গেমসের থিম সং রচনা করে ব্যান্ডটি। এখন শোনাবো সিন ব্যান্ডটির 'সিং অব পার্টিং' নামের গান। গানটি ২০০৩ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সি ব্যান্ডের 'সিং অব পার্টিং' নামের গান। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির 'সীমাহীন মহাসাগর, প্রশস্ত আকাশ' শীর্ষক গান শোনাবো। গানটি ২০০৪ সালে রিলিজ হয়। গানটি ২০০৫ সালের ১২ জুন শ্রেষ্ঠ রক সংগীত হিসেবে চায়না গোল্ডেন ডিস্ক এওয়ার্ড লাভ করে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040