সহজ চীনা ভাষা---'মু লান শি'
  2019-11-18 16:28:39  cri

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম 'মু লান শি' বা 'মু লানের কবিতা' । চীনা ভাষা হলো: 木蘭詩। বন্ধুরা চলুন, শুরুতে এই পাঠের অডিও শুনে নেই।

বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। 'মু লান শি' হচ্ছে চীনের পেই রাজবংশের একটি দীর্ঘ কবিতা, পরে লোকসংগীত ও অপেরার মাধ্যমে এটি চীনে ব্যাপক প্রচলিত হয়। আর, পরবর্তীতে এই ঘটনা অনুসারে বিভিন্ন চলচ্চিত্রও তৈরি হয়েছে। বলা যায়, এটি চীনের সবচেয়ে জনপ্রিয় প্রাচীন গল্পের অন্যতম। কেন এটি এত জনপ্রিয়? এতে 'হুয়া মু লান' নামে এক সাহসী মেয়ের গল্প বলা হয়েছে।

পেই রাজবংশ আমল বেশ অস্থিরতার মধ্যে ছিল। ঘন ঘন যুদ্ধ হতো। সেনার অভাবে প্রতিটি পরিবারের পুরুষ লোককে বাধ্যতামূলকভাবে সেনাদলে যোগ দিতে হতো। এই প্রেক্ষাপটে কবিতাটি রচিত হয়। কবিতায় বলা হয়, হুয়া মু লান একটি মেয়ে, তার পরিবারে বাবার বয়স খুব বেশি, আর ভাই খুব ছোট। যুদ্ধক্ষেত্রে গেলে তাদের জন্য মৃত্যু ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই হুয়া মু লান ছেলে সেজে তার বাবার পরিবর্তে সেনাদলে যোগ দেন।

সেনাবাহিনীতে হুয়া মু লান তার নারীর পরিচয় গোপন রাখেন। যুদ্ধক্ষেত্রে সে ছেলেদের চেয়েও সাহসের সঙ্গে লড়াই করে। ১২ বছরের কঠোর সংগ্রামের পর সেই যুদ্ধে তারা জয়ী হয়। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে সম্রাট হুয়া মু লানকে পুরস্কার ও সরকারি পদ দিতে চান। কিন্তু মু লান তা প্রত্যাখ্যান করেন এবং নিজের জন্মস্থানে ফিরে যেতে চান। অবশেষে যখন হুয়া মু লান জন্মস্থানে ফিরে এসে মেয়েদের পোশাক পরেন, তখন সবাই বিস্মিত হয়। এতদিন কেউ বুঝতে পারেনি যে এমন সফল সেনা আসলে এক নারী!

এই দীর্ঘ কবিতার ভাষা সহজ ও ছন্দ বেশ আকর্ষণীয়। আধুনিক চীনা ভাষার অনেক শব্দ এই কবিতা থেকে এসেছে।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

買 mǎi কেনা 買東西 mǎi dōng xi জিনিস কেনা 你買了什麼?nǐ mǎi le shěn me? তুমি কি কি কিনেছো?

兄弟xiōng dì ভাই 哥哥 gē ge বড় ভাই 弟弟 dì di ছোট ভাই

姐妹 jiě mèi বোন 姐姐 jiě jie বড় বোন 妹妹 mèi mei ছোট বোন

你有兄弟姐妹嗎?nǐ yǒu xiōng dì jiě mèi ma? তোমার ভাই বোন আছে?

回家 huí jiā বাসায় ফেরা 你什麼時候回家? nǐ shěn me shí hou huí jiā? তুমি কখন বাসায় ফিরবে?

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040