পোল্যান্ডের গার্ডেন্সে "চীনের জাপানবিরোধী যুদ্ধ কমিক প্রদর্শনী" অনুষ্ঠিত
  2019-11-19 18:55:06  cri
সম্প্রতি "চীনের জাপানবিরোধী যুদ্ধ কমিক প্রদর্শনী" পোল্যান্ডের গাদানস্কের দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাদুঘরে চালু হয়। চীনের জাপানবিরোধী যুদ্ধের সময়, সামরিক ফ্রন্টের একগুঁয়েমি প্রতিরোধই নয়, সাংস্কৃতিক ফ্রন্টে কর্মরত চীনা কার্টুনিস্টরাও ছুরির মতো ব্রাশ দিয়ে চিত্রকর্মের মাধ্যমে জাপানি আগ্রাসনকারীদের ওপর প্রচণ্ড আঘাত করেন।

চীন ও পোল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিবাদী আগ্রাসনের শিকার হয়। ইতিহাস স্মরণ করতে এবং ট্র্যাজডির পুনরাবৃত্তি ঠেকাতে দুটি দেশই একটি সাধারণ দায়িত্ব ভাগ করে নেয়। যদিও চীন ও পোল্যান্ডের ব্যবধান হাজার হাজার মাইল, তারপরও দুই অঞ্চলের মানুষ একে অপরের প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং একে অপরকে সমর্থন করে। তবে ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে বা চীনের জাপানবিরোধী যুদ্ধের অবদান সম্পর্কে বর্তমান বিশ্বের উপলব্ধি যথেষ্ট নয়। অতএব, চীন আন্তর্জাতিক বিশ্বযুদ্ধ-সংক্রান্ত দ্বিতীয় জাদুঘর সমিতি প্রতিষ্ঠা করেছে এবং আন্তর্জাতিক মঞ্চে চীনের প্রতিরোধ যুদ্ধের গল্প তুলে ধরছে। চীনারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তার কণ্ঠ প্রচার করছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040