চীনে ট্রেনের ই-টিকিট প্রবর্তন সামাজিক উন্নয়নের প্রতিফলন: সিআরআই সম্পাদকীয়
  2019-11-19 19:15:02  cri
নভেম্বর ১৯: গত বছরের নভেম্বর থেকে চীনের রেল কোম্পানি হাইনানে প্রথমবারের মত ই-টিকিট চালু করে। বর্তমানে চীনের চিয়াংসু, চ্যচিয়াং ও শাংহাই-এ ট্রেনের ই-টিকিট ব্যবস্থা সক্রিয়ভাবে এগিয়ে যাচ্ছে। গত ১২ নভেম্বর প্রথম দফায় ৪৫টি ট্রেন স্টেশনে আনুষ্ঠানিকভাবে ই-টিকিট চালু করা হয়। দ্বিতীয় দফায় ৪৮টি ট্রেন স্টেশন আগামী ২০ নভেম্বর ই-টিকিট চালু করবে। টিকিট ব্যবস্থার এমন উন্নয়ন চীনের সামাজিক উন্নয়নের প্রতিফলন বলে মন্তব্য করেছে সিআরআই সম্পাদকীয়।

সম্পাদকীয়তে বলা হয়, ট্রেনের ই-টিকিট ব্যবস্থার প্রবর্তন শুধু প্রযুক্তিগত উন্নয়নই নয়, বরং তা রেলপথের সেবার মান উন্নয়নের প্রতিফলন। একই সঙ্গে তা গোটা চীনের সামাজিক উন্নয়ন নির্দেশ করে।

(শুয়েই/তৌহিদ/লাবণ্য)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040