চীনের সিনচিয়াংয়ের ব্যাপারে 'নিউইয়র্ক টাইমস পত্রিকার' গুজব ছড়ানো লজ্জাহীন:সিআরআইয়ের সম্পাদকীয়
  2019-11-20 11:47:20  cri
নভেম্বর ২০: গতকাল (মঙ্গলবার) মার্কিন 'নিউইয়র্ক টাইমস পত্রিকা' তথাকথিত 'একচ্ছত্র প্রতিবেদন' প্রকাশ করে, তাতে চীনের সিনচিয়াংয়ের সন্ত্রাসদমন আর চরমপন্থীবাদ নির্মূল কাজের ব্যাপক গুজব ছড়ানো হয়। পত্রিকাটি একদিকে তথাকথিত 'গোপনীয় দলিল' অর্জন করার ঘোষণা দেয়, অন্যদিকে এমন দলিল সংগ্রহ ও বাছাইয়ের পদ্ধতি ব্যাখ্যা করতে সক্ষম নয়।

বাস্তবতা বিকৃত করে পত্রিকাটি সংবাদপত্রের নৈতিকতা হারিয়েছে, পাশাপাশি এতে কিছু পাশ্চাত্য গণমাধ্যমের দীর্ঘকাল ধরে চীনের বিরুদ্ধে মতাদর্শগত পক্ষপাত প্রতিফলিত হয়েছে।

এ সম্পর্কে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র সম্পাদকীয়তে বলা হয়েছে, বাস্তবতা তুমুল বিতর্কের তুলনায় শক্তিশালী। ব্যাপক বাস্তবতার সম্মুখীনে নিউইয়র্ক টাইমস পত্রিকার যে কোনো গুজব সফল হবে না। চীনের সমৃদ্ধ ও স্থিতিশীল সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল হবে গুজবের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040