ইউরোপীয় ইউনিয়নের উচিত হংকংয়ের ব্যাপার ও চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ বন্ধ করা: চীনা মুখপাত্র
  2019-11-20 11:48:51  cri
নভেম্বর ২০: গতপরশু (সোমবার) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র রাষ্ট্রদূত দলে নিযুক্ত চীনের মুখপাত্র বলেছেন, চীনের হংকং ইস্যু সম্পর্কে ইইউ'র ভুল মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সমালোচনা করে বেইজিং। ইইউ'র উচিত যে কোনো পদ্ধতিতে হংকংয়ের ব্যাপার ও চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ বন্ধ করা।

এদিন ইইউ'র কূটনৈতিক ও নিরাপত্তা নীতির উচ্চ প্রতিনিধিদের বিবৃতিতে বলা হয়েছে, হংকংয়ের হিংসাত্মক তত্পরতা গুরুতর হওয়ার সাথে সাথে বিভিন্ন পক্ষের উচিত সংযম বজায় রাখা আর স্থানীয় পরিস্থিতি প্রশমনে গঠনমূলক পদক্ষেপ নেওয়া।

এ সম্পর্কে ইইউতে চীনের মুখপাত্র বলেন, বর্তমানে হংকংয়ের ব্যাপার শুধু শান্তিপূর্ণ বিক্ষোভ নয়, বরং কিছু চরম অপরাধী হংকংয়ের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছে। হংকংয়ের সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে সহিংসতা বন্ধ করা এবং শৃঙ্খলা পুনরুদ্ধার করা। হংকংয়ের পুলিশের উচিত স্থানীয় শহরবাসীদের জীবন ও সম্পত্তি রক্ষা এবং স্বাভাবিক সামাজিক শৃঙ্খলা সংরক্ষণ করা। তবে ইইউ হংকং পুলিশের আইন প্রয়োগ এবং চরমপন্থীদের আচরণ মিশিয়ে যে মন্তব্য করেছে, তা পুরোপুরি কালো ও সাদাকে উল্টো করে দেখানো।

মুখপাত্র আরো বলেন, হংকং ব্যাপার চীনের অভ্যন্তরীণ ইস্যু, যে কোনো বিদেশি শক্তি এতে হস্তক্ষেপ করতে পারে না। ইইউ-কে ভুল মন্তব্য বন্ধ করা এবং যে কোনো পদ্ধতিতে হংকং ব্যাপার ও চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করার তাগিদ দেয় বেইজিং। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040