মার্কিন সিনেটে 'হংকংয়ের মানবাধিকার ও গণতান্ত্রিক বিল' গৃহীত হওয়ায় চীনের দৃঢ় প্রতিবাদ
  2019-11-20 11:50:21  cri
নভেম্বর ২০: আজ (বুধবার) মার্কিন সিনেটে 'চীনের হংকংয়ের মানবাধিকার ও গণতান্ত্রিক বিল' গৃহীত হওয়ায় দৃঢ় প্রতিবাদ জানিয়েছে চীন। এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বলেছেন, ১৯ নভেম্বর মার্কিন সিনেটে 'হংকং মানবাধিকার ও গণতান্ত্রিক বিল' গৃহীত হয়েছে। এ বিলে বাস্তবতা উপেক্ষা করে দ্বৈত নীতি চালু করে প্রকাশ্যভাবে হংকং ইস্যু ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা হয়েছে, যা গুরুতরভাবে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করেছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় চীন।

গত ৫ মাসের মধ্যে হংকংয়ে সংঘটিত চরম হিংসাত্মক অপরাধ গুরুতরভাবে স্থানীয় শহরবাসীদের জীবন ও সম্পত্তির নিরাপত্তায় হুমকি সৃষ্টি করেছে, আইন প্রশাসন ও সামাজিক শৃঙ্খলা পদদলন করেছে, গুরুতরভাবে হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা লঙ্ঘন করেছে এবং 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতিকে চ্যালেঞ্জ করেছে। বর্তমানে হংকংয়ের সম্মুখীন সমস্যা মানবাধিকার ও গণতান্ত্রিক সমস্যা নয়, বরং সহিংসতা বন্ধ করা এবং শৃঙ্খলা পুনরুদ্ধার করা। চীনের কেন্দ্রীয় সরকার দৃঢ়ভাবে হংকং স্থানীয় সরকার ও পুলিশের আইন প্রয়োগ, হংকংয়ের আইন বিভাগকে চরম হিংসাত্মক অপরাধীদের বিরুদ্ধে শাস্তি দেওয়া, স্থানীয় শহরবাসীদের জীবন ও সম্পত্তি রক্ষা করা এবং হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় সমর্থন দেয়।

মার্কিন সিনেটের সংশ্লিষ্ট বিলে বাস্তবতা ও হংকংবাসীদের কল্যাণ উপেক্ষা করে, গোপনীয় রাজনৈতিক উদ্দেশ্যে হংকংয়ের সহিংসতাকারীদের ভাংচুর ও অগ্নিসংযোগ আচরণকে 'মানবাধিকার' ও 'গণতন্ত্র' বাস্তবায়ন বলে বর্ণনা করা হয়েছে, এর মূল উদ্দেশ্য হংকংয়ের স্থিতিশীলতা বিধ্বস্ত করা এবং হংকং সমস্যায় চীনের উন্নয়নে বাধা দেওয়া। মার্কিন পক্ষের এ বাজে আচরণ চীনের স্বার্থ এবং হংকংয়ে মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থও ক্ষতি করেছে।

চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা এবং চীনের উন্নয়নে বাধা দেওয়ার যে কোনো অপচেষ্টা সফল হবে না বলে ঘোষণা করেন চীনা মুখপাত্র। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040