রাষ্ট্রীয় পরিষদের হংকং ও ম্যাকাও কার্যালয় যুক্তরাষ্ট্রের হংকং-বিষয়ক বিল গ্রহণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে
  2019-11-20 16:48:57  cri
নভেম্বর ২০: চীনের রাষ্ট্রীয় পরিষদের হংকং ও ম্যাকাও-বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ইয়াং কুয়াং আজ (বুধবার) যুক্তরাষ্ট্রের সিনেটে 'হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র বিল' গ্রহণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ইয়াং কুয়াং বলেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেট চীন সরকারের তীব্র বিরোধিতা সত্ত্বেও "হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র বিল-২০১৯" পাস করেছে। যা হংকং ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ। এটি আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের মারাত্মক লঙ্ঘন। সারা বিশ্বে কিছু মার্কিন রাজনীতিবিদের আধিপত্যবাদী চরিত্র এবং চীনের উন্নয়নের চেহারায় কালি লেপনের চেষ্টা উন্মোচিত হয়েছে। ইয়াং কুয়াং বলেন, হংকংয়ের চলমান সহিংসতা আইনের শাসন ও সামাজিক শৃঙ্খলা পদদলিত করেছে, হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতার মারাত্মক ক্ষতি করেছে এবং "এক দেশ, দুই ব্যবস্থা" নীতিকে গুরুতরভাবে চ্যালেঞ্জ করেছে। জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে চীন সরকারের দৃঢ় অবস্থা বজায় থাকবে। চীন হংকং ইস্যুতে বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে। যুক্তরাষ্ট্রের অল্প কিছু রাজনীতিবিদকে অবিলম্বে হংকংয়ে হস্তক্ষেপ বন্ধ করা এবং অন্যের ক্ষতি করার মতো বোকামি না করার পরামর্শ দেয় চীন।(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040