হংকং বিষয়ে মার্কিন সিনেটের গৃহীত বিলের নিন্দা জানায় চীন: চীনা মুখপাত্র
  2019-11-20 18:31:30  cri
নভেম্বর ২০: মার্কিন সিনেটে গৃহীত 'হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র বিল-২০১৯' বাস্তবতা উপেক্ষা করে সাদাকে কালো হিসেবে চালিয়ে দিয়েছে এবং দ্বৈত মানদণ্ড প্রদর্শন করেছে। শুধু তাই নয়, এই বিল নগ্নভাবে চীনের হংকং বিষয় ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে এবং গুরুতরভাবে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লঙ্ঘন করেছে। চীন এর তীব্র বিরোধিতা করে ও নিন্দা জানায়।

আজ (বুধবার) মার্কিন কংগ্রেসের সিনেটি গৃহীত হংকং-সংক্রান্ত বিল প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং এসব কথা বলেছেন।

তিনি বলেন, বিগত পাঁচ মাসে হংকংয়ে উগ্র হিংসাত্মক তত্পরতা হয়েছে। হংকংয়ের সমস্যা মানবাধিকার ও গণতান্ত্রিক সমস্যা নয়, বরং দ্রুত সহিংসতা বন্ধ করা, বিশৃঙ্খলার অবসান করা, আইনের শাসন কায়েম করা এবং শৃঙ্খলা পুনরুদ্ধার করা।

চীনের অভ্যন্তরীণ ব্যাপারে অব্যাহতভাবে হস্তক্ষেপ করলে চীন জোরালো পাল্টা ব্যবস্থা নেবে বলে সতর্ক করেন মুখপাত্র।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040