চায়না মিডিয়া গ্রুপের 'ইয়াং সি ভিন' ৫জি নিউ মিডিয়া প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে
  2019-11-20 18:47:07  cri

 

নভেম্বর ২০: আজ (বুধবার) চীনের প্রথম জাতীয় পর্যায়ের ৫জি নিউ মিডিয়া প্ল্যাটফর্ম 'ইয়াং সি ভিন' আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এটি "৫জি + ৪কে + এআই" এর মতো নতুন প্রযুক্তির উপর ভিত্তি সিএমজি'র নতুন অডিও-ভিজ্যুয়াল নতুন মিডিয়া ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম। এটি হলো প্রেসিডেন্ট সি চিন পিংয়ের 'নতুনত্বের প্রতিশ্রুতি এবং নতুন মিডিয়াগুলোর জন্য নতুন প্ল্যাটফর্ম তৈরি ও ব্যবহারের' চেতনার নির্দেশনার আলোকে বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। এটি চায়না মিডিয়া গ্রুপের মিডিয়া উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

'ইয়াং সি ভিন'  প্রচার অনুষ্ঠানে সিএমজি'র মহাপরিচালক সেন হাই সিওং এক ভাষণে বলেন, চায়না মিডিয়া গ্রুপ জাতীয় পর্যায়ের অডিও ও ভিডিও প্ল্যাটফর্ম হিসাবে 'ইয়াং সি ভিন' মূলধারার মিডিয়া এবং ব্যবহারকারীদের মধ্যে, নতুন ইন্টারনেট প্রযুক্তির নেতৃত্ব দেবে এবং মূলধারার প্রচারকারীদের মধ্যে সংযোগ গড়ে তুলবে।

মূলধারার মানগুলির সৃজনশীল রূপান্তর ও উদ্ভাবনী বিকাশ আরও উন্নত হবে।

'ইয়াং সি ভিন' বিভিন্ন দিক থেকে নতুনত্ব ও যুগান্তকারী বিষয় অর্জন করেছে। চায়না মিডিয়া গ্রুপ ৫জি ইন্টারনেট-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মিডিয়া তৈরির ক্ষেত্রে চীনের প্রথম মূলধারার গণমাধ্যম হয়ে উঠেছে।

(জিনিয়া/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040