চীনের অর্থনীতির চতুর্থ শুমারির ফলাফল ইতিবাচক সংকেত দিচ্ছে: সিআরআই সম্পাদকীয়
  2019-11-20 18:57:10  cri
নভেম্বর ২০: চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো আজ (বুধবার) দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারির ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গত ৫ বছরে চীনের অর্থনীতির আকার ব্যাপকভাবে বাড়ছে, কাঠামো অব্যাহতভাবে সুসংহত হচ্ছে, গুণগতমান টেকসইভাবে উন্নত হচ্ছে। এতে প্রমাণিত হয় যে, চীনের অর্থনীতি উচ্চ গুণগতমানের উন্নয়নের দিকে স্থিতিশীলভাবে এগুচ্ছে। চীন আন্তর্জাতিক বেতার সিআরআই সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।

২০০৪ সাল থেকে চীন প্রতি পাঁচ বছর পর পর দেশব্যাপী অর্থনৈতিক শুমারির আয়োজন করে থাকে। একে চীনের অর্থনীতির 'শারীরিক পরীক্ষা' হিসেবে আখ্যায়িত করা হয়। চীনের অর্থনীতির কাঠামোগত রূপান্তরের গুরুত্বপূর্ণ পর্যায়ে এবারের শুমারি দেশের আর্থ-সামাজিক অবস্থা জানা, সামষ্টিক নিয়ন্ত্রণ জোরদার করা, উচ্চ মানের উন্নয়ন বাড়ানো, দেশ পরিচালনা ব্যবস্থার আধুনিকায়ন জোরদার করার ক্ষেত্রে ব্যাপক সমর্থন দিয়েছে।

এবার শুমারির ফলাফল থেকে জানা যায়, সরবরাহ খাতের কাঠামোগত সংস্কার ও উন্মুক্তকরণ বাড়ানোর সঙ্গে সঙ্গে চীনের অর্থনীতি স্থিতিশীল উন্নয়ন থেকে উচ্চ মানের উন্নয়নে রূপান্তরিত হচ্ছে। চীনের অর্থনীতি উন্নয়নের আরও বড় সুযোগ সৃষ্টি হবে এবং বিশ্ব অর্থনীতির উন্নয়নে আরও বেশি ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040