চীনের অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিশ্চয় ব্যর্থ হবে:সিআরআই সম্পাদকীয়
  2019-11-20 18:57:40  cri
নভেম্বর ২০: মঙ্গলবার মার্কিন সিনেট চীনের একাধিকবার কঠোর বিরোধিতা উপেক্ষা করে তথাকথিত 'হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র বিল'-এর অনুমোদন দিয়েছে। এই বিল সাদাকে কালো হিসেবে চালিয়ে দিচ্ছে এবং মিথ্যা বলছে। এটি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নগ্ন হস্তক্ষেপ। তাই, চীন এর তীব্র বিরোধিতা করে ও নিন্দা জানায়। এই বিল আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মের লঙ্ঘন। যা হংকংয়ের বিভিন্ন মহলের ইচ্ছা ও চাহিদা উপেক্ষা করেছে এবং এর কোনো কার্যকারিতা নেই।

জাতিসংঘ সাধারণ সম্মেলনের ১৯৭০ সালে গৃহীত 'আন্তর্জাতিক আইন' অনুযায়ী, কোনো দেশ কোনো অজুহাতেই অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপার বা কূটনীতিতে হস্তক্ষেপ করতে পারে না। জাতিসংঘ সাধারণ সম্মেলনে গৃহীত অন্যান্য আন্তর্জাতিক ঘোষণাতেও বলা হয়েছে, মানবাধিকার বিষয়ে অন্য দেশের ওপর চাপ সৃষ্টি করার অধিকার কারও নেই। যুক্তরাষ্ট্র তথাকথিত 'হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র বিল-২০১৯' দিয়ে হংকং ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। এমন বলদর্পী আচরণ দিয়ে মানুষের মন জয় করা যাবে না।

হংকং ইস্যু সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ ব্যাপার। গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধান ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের মৌলিক আইনের আওতায় এ সমস্যা সমাধান করা উচিত। বাইরের কোনো শক্তি এতে হস্তক্ষেপ করতে পারে না। যুক্তরাষ্ট্রের চীন-বিরোধী শক্তিকে চরম সহিংস তত্পরতায় সমর্থন দেওয়া বন্ধ করা এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপ না করার দাবি জানায় বেইজিং। যদি যুক্তরাষ্ট্র ভুল আচরণ বন্ধ না করে, তাহলে চীন নিশ্চয়ই কঠোর ব্যবস্থা নেবে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040