কুয়েত সফর করেছে চীনের সিনচিয়াং সাংস্কৃতিকদল
  2019-11-21 12:55:17  cri
নভেম্বর ২১: ১৯ ও ২০ নভেম্বর পর্যন্ত চীনের সিনচিয়াং সাংস্কৃতিক বিনিময়দল কুয়েত সফর করেছে। সফরে স্থানীয় বিভিন্ন মহলের ব্যক্তিদের কাছে সিনচিয়াংয়ের সামাজিক স্থিতিশীলতা সংরক্ষণ, জাতীয় একতা, ধর্মীয় সুষমতা এবং সন্ত্রাসদমন ও চরমপন্থা নির্মূলের সাফল্য তুলে ধরেন তারা।

সফরে আয়োজিত সেমিনারে সিনচিয়াংয়ের সন্ত্রাসদমন সম্পর্কিত ভিডিও প্রচার করেন চীনা প্রতিনিধিদল। এতে সন্ত্রাসের বিরুদ্ধে সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির মানুষের প্রচেষ্টা তুলে ধরা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে সিনচিয়াং স্থানীয় সরকার সন্ত্রাসবাদ ও চরমপন্থা নির্মূলে ধারাবাহিক কার্যকর পদক্ষেপ নিয়েছে। এ অভিজ্ঞতা আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃতিও পেয়েছে। বর্তমানে সিনচিয়াংয়ের সামাজিক পরিস্থিতি স্থিতিশীল ও সুষম রয়েছে, অর্থনীতির দ্রুত উন্নয়ন ও স্থানীয় জনগণের জীবনযাপনের মান বাড়ছে; যা সিনচিয়াংয়ের দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি স্থাপন করেছে।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040