বিদেশি রাজনৈতিকদলের কাছে সিপিসি'র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা প্রচারিত
  2019-11-21 14:47:50  cri
নভেম্বর ২১: চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি'র কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে সিপিসি'র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা নিয়ে একটি প্রচার সম্মেলন আয়োজন করা হয়। চীনের চিয়াংসি প্রদেশের নানছাং শহরে এটি অনুষ্ঠিত হয়। ৫০টি দেশের দুই শতাধিক প্রতিনিধি এতে অংশ নেন।

সম্মেলনে প্রথমে একটি ছোটো ভিডিও প্রচারিত হয় এবং এতে প্রাণবন্তভাবে সিপিসি'র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির চতুর্থ অধিবেশনের ঐতিহাসিক প্রেক্ষাপট, প্রধান বিষয় ও গুরুত্বপূর্ণ তাত্পর্য তুলে ধরা হয়।

সিপিসি'র বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী কুও ইয়ে চৌ তার ভাষণে বলেন, চতুর্থ অধিবেশনে সিপিসি'র ইতিহাস, বিশেষ করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও দেশ প্রশাসন নিয়ে গবেষণা করা হয়েছে। চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সামাজিক ব্যবস্থা হলো চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন এবং সমাজের স্থায়ী স্থিতিশীলতা বজায় রাখার মৌলিক নিশ্চয়তা। এর মৌলিক বৈশিষ্ট্য ও বৃহত্তম প্রাধান্য হলো সিপিসি'র নেতৃত্ব। চীনের কমিউনিস্ট পার্টি অব্যাহতভাবে বিভিন্ন দেশের রাজনৈতিক পার্টির সঙ্গে সংলাপ ও বিনিময় জোরদার করতে এবং মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলতে ইচ্ছুক বলে তিনি উল্লেখ করেন।

লিলি/তৌহিদ

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040