মার্কিন কংগ্রেসে হংকং প্রসঙ্গে গৃহীত দুটি বিলের তীব্র বিরোধিতা করেছে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল
  2019-11-21 15:22:06  cri
নভেম্বর ২১: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার আজ (বৃহস্পতিবার) মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে 'হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র বিল' এবং হংকং-সংক্রান্ত আরেকটি বিল গৃহীত হওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিল দুটি হংকংয়ে হস্তক্ষেপ করেছে ও সশস্ত্র বিক্ষোভকারীদের ভুল সংকেত দেবে; যা হংকং পরিস্থিতি প্রশমনের সহায়ক হবে না।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের এ দুটি বিলের কোনো দরকার নেই এবং এর কোনো ভিত্তিও নেই। বিল দুটি হংকং ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে বলে উল্লেখ করেন মুখপাত্র।

তিনি বলেন, হংকংয়ে যুক্তরাষ্ট্রের বিশাল অর্থনৈতিক স্বার্থ রয়েছে। যুক্তরাষ্ট্র একতরফভাবে হংকংয়ের প্রতি আর্থ বাণিজ্যিক নীতি পরিবর্তন করলে দু'পক্ষের সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে নেতিবাচক প্রভাব পড়তে পারে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে চায়। যুক্তরাষ্ট্র সতর্কতার সঙ্গে হংকং প্রসঙ্গে এ দুটি বিল মোকাবিলা করবে এবং এ দুটি বিলকে যুক্তরাষ্ট্র আইনে পরিণত করার চেষ্টা করবে না বলে আশা করেন মুখপাত্র।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040