নবম চীন-ইইউ ফোরাম ব্রাসেলসে অনুষ্ঠিত
  2019-11-21 16:16:44  cri

নভেম্বর ২১: ১৮ ও ১৯ নভেম্বর ব্রাসেলসে নবম চীন-ইউরোপ ফোরাম অনুষ্ঠিত হয়েছে। এতে চীনের গণ-কূটনীতিক সমিতি ও চীন সংস্কার ও বিকাশ ইন্সটিটিউট, ইইউ থিংক ট্যাংকসহ অনেকেই উপস্থিত ছিলেন। চীন-ইউরোপের রাজনৈতিক ও ব্যবসায়িক মহলের প্রতিনিধিরা চীন-ইইউ সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা, আন্তঃসংযোগ এবং বিশ্ব প্রশাসনের মতো বিষয়ে গভীরভাবে আলোচনা করেছেন।

ইইউতে চীনের কূটনৈতিক বিভাগের অস্থায়ী রাষ্ট্রদূত ওয়াং হং চিয়েন ফোরামে বলেন, আগামী বছর চীন ও ইইউ'র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী। সার্বিক কৌশলগত অংশীদার হিসেবে দু'পক্ষের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। সহযোগিতা সবসময় গুরুত্বপূর্ণ এবং ঐকমত্য সবসময় বিভেদের চেয়ে বড়।

ইউরোপীয় ইউনিয়ন পরিষদের ট্রেড কমিশনার হোগান বলেন, চীন ও ইইউ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর সহযোগিতা থেকে উপকৃত হয়েছে। বর্তমান বিশ্ব বাণিজ্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইইউ সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে এবং সমস্যা সমাধানের জন্য চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040