বেইজিংয়ে 'ইনোভেশন ইকোনমিক ফোরাম-২০১৯' উদ্বোধন
  2019-11-21 16:22:30  cri

নভেম্বর ২১: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে 'ইনোভেশন ইকোনমিক ফোরাম-২০১৯' উদ্বোধন করা হয়। চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ছি শান এতে উপস্থিত ছিলেন।

ফোরামে বিশ্বের ৬০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ৬শরও বেশি বিদেশি সরকারি কর্মকর্তা, সাবেক রাজনৈতিক ব্যক্তি এবং ব্যবসায়ী যোগ দেন। তারা বিশ্ব অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি এবং পুঁজি বাজারের মতো ক্ষেত্রে মনোনিবেশ করবেন এবং বিশ্বের বড় চ্যালেঞ্জ মোকাবিলার পদ্ধতি নিয়ে আলোচনা করবেন।

ভাইস প্রেসিডেন্ট ওয়াং ছি শান জোর দিয়ে বলেন, চীন বরাবরই শান্তিপূর্ণ উন্নয়নের পথে থাকবে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে কাজ করবে। বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্বশান্তি, উন্নয়ন, সমৃদ্ধি ও সৌন্দর্য প্রচারের জন্য একসঙ্গে কাজ করবে চীন। জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখা এবং আরও ন্যায় ও যুক্তিসঙ্গত বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তোলার জন্য চেষ্টা করার কথাও বলেন তিনি।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040