যুক্তরাষ্ট্র দ্বৈত মানদণ্ড ব্যবহার করছে, নিজেই তার কুফল ভোগ করবে: সিআরআই সম্পাদকীয়
  2019-11-21 19:06:05  cri
নভেম্বর ২১: মার্কিন সিনেটে সম্প্রতি 'হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র বিল-২০১৯' গৃহীত হয়। চীন এর তীব্র নিন্দা ও বিরোধিতা করে। সবাই বুঝতে পারে, এই বিল গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নয়। বরং এ অজুহাতে হংকংয়ের দাঙ্গাকারীদের সমর্থন দেওয়া। এটি যুক্তরাষ্ট্রের দ্বৈত মানদণ্ডের প্রতিফলন। এ অবস্থা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের সাহায্য করবে না, বরং দেশটির নিজের ভাবমূর্তির ক্ষুণ্ণ করবে এবং যুক্তরাষ্ট্র নিজের কাজের কুফল ভোগ করবে। এসব মন্তব্য করেছে সিআরআই সম্পাদকীয়।

বিশ্বের অন্যতম সুপার পাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বৈদেশিক ইস্যুতে তথাকথিত গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের অজুহাতে আধিপত্যবাদ ও শক্তির রাজনীতি প্রয়োগ করেছে। যদি হংকংয়ের চরম সহিংস অপরাধ যুক্তরাষ্ট্রে ঘটে, তাহলে মার্কিন পুলিশ কেমন কঠোর ব্যবস্থা নেবে? যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিক কি এ পরিস্থিতিকে 'একটি সুন্দর দৃশ্য' হিসেবে আখ্যায়িত করবেন?

একই ঘটনা ভিন্ন জায়গায় ঘটলে যুক্তরাষ্ট্রের অন্য রকম ব্যাখ্যা থাকে। যা প্রমাণ করে যে, তারা প্রকৃত গণতন্ত্র, স্বাধীনতা ও আইনকে সম্মান করে না; বরং অন্যান্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের পদ্ধতি হিসেবে ব্যবহার করে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040