'চার ঘাটতি' মোকাবিলায় 'চীনের বুদ্ধি ভূমিকা রাখছে: সিআরআই সম্পাদকীয়
  2019-11-21 19:06:37  cri
নভেম্বর ২১: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চলতি বছরের 'উদ্ভাবন অর্থনীতি ফোরাম' উদ্বোধন হয়েছে। বিশ্বের ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৫শ' প্রভাবশালী শিল্পপতি, বৈজ্ঞানিক উদ্ভাবন নেতা এবং বিশেষজ্ঞ 'নতুন অর্থনীতি, নতুন ভবিষ্যত' প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেছেন। তারা বর্তমান বিশ্বের অর্থনীতির গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মোকাবিলার পদ্ধতি নিয়ে মতবিনিময় করেছেন। সিআরআই সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।

ফোরামে চীন জোর দিয়ে বলে, চীনা জনগণ বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সঙ্গে 'পরিচালনার ঘাটতি, আস্থার সংকট, শান্তি ও উন্নয়নের অভাব' সমাধানের জন্য চেষ্টা করতে চায়।

গত মার্চে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছিলেন, চারটি ঘাটতি সমাধানে ন্যায়সঙ্গত, পারস্পরিক আলোচনা, যৌথ চেষ্টা এবং উভয় কল্যাণের চিন্তাধারা মেনে চলতে হবে। 'চীনের প্রস্তাব' নতুন পরিস্থিতিতে বিশ্ব পরিচালনার দিক-নির্দেশনা দিয়েছে এবং বহুপক্ষবাদ রক্ষা ও যৌথ উন্নয়ন বাস্তবায়নে নতুন শক্তি যুগিয়েছে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040