চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাপানে জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবেন
  2019-11-21 19:09:12  cri

নভেম্বর ২১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে জানান, চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র নেতৃত্ব একটি দল ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জাপানের নাগোয়ায় জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিতুর সঙ্গে চীন-জাপান উচ্চ পর্যায়ের সাংস্কৃতিক বিনিময়সংক্রান্ত আলোচনার প্রথম সম্মেলনে অংশ নেবেন।

কেং শুয়াং বলেন, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবার জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অবাধ বাণিজ্য ও বিশ্ব প্রশাসন প্রচার, টেকসই উন্নয়ন ও আফ্রিকাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। তিনি বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি, বাণিজ্য, অর্থ ও উন্নয়নের বিষয়ে চীনের দৃষ্টিভঙ্গি ও অবস্থান ব্যাখ্যা করবেন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040