চীন ও জাপানের সাংস্কৃতিক বিনিময় জোরদার করা সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষা
  2019-11-21 19:10:46  cri
নভেম্বর ২১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, সুপ্রতিবেশী দেশ হিসেবে চীন ও জাপানের সাংস্কৃতিক বিনিময় গভীর হয়েছে ও হচ্ছে। দুই দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদার করা সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষা বলেও জানান তিনি।

কেং শুয়াং বলেন, চীন-জাপান বিনিময়ের ইতিহাস এবং দু'দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সাংস্কৃতিক বিনিময় অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ বছর 'চীন-জাপান যুব বিনিময় প্রচার বছর' অনুষ্ঠিত হবে। দু'পক্ষ আগামী পাঁচ বছরে তিন হাজার তরুণ-তরুণীর সফর বিনিময়ে সম্মত হয়েছে।

কেং শুয়াং আরও বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র আসন্ন জাপান সফরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 'চীন-জাপান উচ্চ-স্তরের সাংস্কৃতিক বিনিময় আলোচনা-ব্যবস্থা এবং প্রথম বৈঠক চালু করা।

এ আলোচনা-ব্যবস্থায় ভূমিকা, পালন দু'দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করা, দু'দেশের মধ্যে ঘনিষ্ঠ বোঝাপড়া ও সমঝোতার প্রচার এবং চীন-জাপান সম্পর্ককে আরও দৃঢ় করতে চায় চীন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040