'হংকং চীনের ভূখণ্ড, মার্কিন রাজনীতিকের 'প্রদর্শনী মঞ্চ' নয়'
  2019-11-22 15:54:15  cri
নভেম্বর ২২: চায়না মিডিয়া গ্রুপের রেডিও দ্য গ্রেট বে বলেছে, হংকং চীনের ভূখণ্ড, মার্কিন কোনো রাজনীতিকের 'প্রদর্শনী মঞ্চ' নয়।

সম্প্রতি মার্কিন সিনেটে 'হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র' বিল গৃহীত হওয়ায় শুধু চীনা জনগণ এর তীব্র বিরোধিতা ও নিন্দা জানায় নি, বরং আন্তর্জাতিক সমাজও এর বিরোধিতা করেছে।

আন্তর্জাতিক সমাজের মতে, মার্কিন কূটনীতিকের উদ্দেশ্য, একদিকে হংকং সমস্যা দিয়ে চীনকে প্রতিরোধ করা, অন্যদিকে হংকংয়ে সমস্যা তৈরি করে নিজ স্বার্থ হাসিল করা। তবে তাদের এমন অপচেষ্টা চীনের কাছে একদম অকার্যকর এবং এটি নিশ্চয়ই ব্যর্থ হবে।

তথাকথিত এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র তথাকথিত গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করতে চায়। কিন্তু বাস্তবতা হলো, দেশটির গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাত শুধু গ্যাসোলিন বোমা এবং মুখোশ রক্ষা করার জন্য। তা কোনোমতেই গণতন্ত্র ও মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত নয়।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040