শিক্ষা খাতে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের উচিত উন্মুক্ত মনোভাব পোষণ করা: চীনা মুখপাত্র
  2019-11-22 18:55:30  cri
নভেম্বর ২১: চীন ও যুক্তরাষ্ট্রের উচিত উন্মুক্ত ও সহনশীল মনোভাব নিয়ে দু'দেশের শিক্ষা খাতে সহযোগিতার জন্য কার্যকর চেষ্টা করা এবং দু'দেশের মানব ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করা। আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শিক্ষা সমিতির প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, ২০১৮ ও ২০১৯ সালে ভিসাসহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীদের গতি কমে গেছে; যা দশ বছরের মধ্যে সবচেয়ে কম। সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে কেং শুয়াং বলেন, আমরা এই রিপোর্ট লক্ষ্য করেছি। এতে প্রমাণ হয় যে, মার্কিন নেতার পদক্ষেপ স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে, বিদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিনিময় ও যোগাযোগে বাধা সৃষ্টি করেছে এবং যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে। যুক্তরাষ্ট্রের অনেক শিক্ষাবিদ এ বিষয়ে স্পষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন।

তিনি বলেন, ৪০ বছরে চীন ও যুক্তরাষ্ট্রের শিক্ষা খাতে বিনিময় উন্নত হয়েছে। দু'দেশের শিক্ষার্থীরা দীর্ঘসময় ধরে দু'দেশের জনগণের মধ্যে বোঝাপড়া উন্নত করেছে এবং দু'দেশের উন্নয়নে বিরাট ভূমিকা পালন করেছে। চীন আশা করে যুক্তরাষ্ট্র দু'দেশের জনগণের সদিচ্ছার মূল্য দেবে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040