বাজারে প্রবেশের নেতিবাচক তালিকা সুসংহত হলে বাজার আরও প্রাণচঞ্চল হবে: সিআরআই সম্পাদকীয়
  2019-11-22 18:56:01  cri
নভেম্বর ২২: আজ (শুক্রবার) চীন কর্তৃপক্ষ 'বাজারে প্রবেশের নেতিবাচক তালিকা ২০১৯ সংস্করণ' প্রকাশ করেছে। চীনের বাজারে প্রবেশের নেতিবাচক তালিকা সার্বিকভাবে চালু হওয়ার পর এই প্রথমবারের মতো এটি সংশোধন করা হয়েছে। এতে চীনের বাজারে প্রবেশের নেতিবাচক তালিকা সুসংহত হচ্ছে, যা বাজারকে আরও প্রাণচঞ্চল করবে এবং চীনা বাজারকে আরও আকর্ষণীয় করবে বলে মন্তব্য করেছে চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই সম্পাদকীয়।

এ ব্যবস্থা সুসংহত হওয়ার সঙ্গে সঙ্গে বৈদেশিক পুঁজি বিনিয়োগকারী প্রতিষ্ঠান চীনা বাজারে প্রবেশের ক্ষেত্রে আরও বেশি সুযোগ পাবে। যা নিঃসন্দেহে চীনে পুঁজি বিনিয়োগের আস্থা বাড়িয়েছে। এ বছরের প্রথম দশ মাসে, চীনে নতুন প্রতিষ্ঠিত বৈদেশিক প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩৪০৭টি, বৈদেশিক পুঁজির পরিমাণ ৭৫২.৪ বিলিয়ন ইউয়ান; যা আগের বছরের তুলনায় ৬.৬ শতাংশ বেশি। এর মধ্যে অক্টোবর মাসে প্রবৃদ্ধি হয়েছে ৭.৪ শতাংশ; এতে চীনের বাজারের ওপর আস্থা বৃদ্ধি দেখা যায়।

এ বছর 'বৈদেশিক পুঁজি বিনিয়োগ আইন' গৃহীত হওয়া, শাংহাই অবাধ বাণিজ্য এলাকাসহ ছয়টি অবাধ বাণিজ্য এলাকার প্রতিষ্ঠা ও বাজারে প্রবেশের নেতিবাচক তালিকা সুসংহতকরণ হয়েছে। চীন উচ্চ আন্তর্জাতিক মানের মৌলিক কাঠামো ও পরিচালনা-ব্যবস্থা স্থাপনের চেষ্টা করছে। চীন অব্যাহতভাবে সংস্কার সম্প্রসারণ করবে ও উন্মুক্তকরণ জোরদার করবে; যাতে বিশ্ব অর্থনীতিতে আরও বেশি শক্তি যোগানো যায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040