সম্পাদকীয়তে বলা হয়, বিগত পাঁচ মাসে হংকংয়ের বিরোধী দলের সদস্যরা সাদাকে কালো হিসেবে চালিয়ে দিয়ে হংকংয়ের সহিংসতা প্রচার করেছে। এই প্রক্রিয়ায় হংকংয়ের সহিংসতাকারীরা অব্যাহতভাবে পুলিশের চূড়ান্ত ধৈর্যের সীমা নষ্ট করেছে। হংকংকে এক কানাগলি অবস্থায় ফেলার অপচেষ্টা করেছে তারা। এখন হংকংয়ের উচিত ভাল সদস্যদের নির্বাচন করা। যারা হংকংয়ের সহিংসতাকে সমর্থন করে, তাদেরকে বের হতে হবে।
সম্পাদকীয়তে বলা হয়, হংকংকে বাঁচিয়ে রাখতে আজকের এই ভোটদান ভীষণ গুরুত্বপূর্ণ। হংকংয়ের অধিবাসীদের উচিত নিজেদের হাতের ভোট ভালভাবে কাজে লাগানো। এটি হংকং অধিবাসীদের ভবিষ্যত জীবন এবং হংকংয়ের উন্নয়নের সম্ভাবনার সঙ্গে জড়িত। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)