হংকংকে বাঁচিয়ে রাখতে হংকংয়ের ভোটদান ভীষণ গুরুত্বপূর্ণ: সিআরআই'র সম্পাদকীয়
  2019-11-24 15:08:40  cri
নভেম্বর ২৪: আজ (রোববার) চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) 'হংকংকে বাঁচিয়ে রাখতে হংকংয়ের ভোটদান ভীষণ গুরুত্বপূর্ণ' শীর্ষক সম্পাদকীয় প্রকাশ করে। সম্পাদকীয়তে সকল হংকং অধিবাসীদের সক্রিয়ভাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

সম্পাদকীয়তে বলা হয়, বিগত পাঁচ মাসে হংকংয়ের বিরোধী দলের সদস্যরা সাদাকে কালো হিসেবে চালিয়ে দিয়ে হংকংয়ের সহিংসতা প্রচার করেছে। এই প্রক্রিয়ায় হংকংয়ের সহিংসতাকারীরা অব্যাহতভাবে পুলিশের চূড়ান্ত ধৈর্যের সীমা নষ্ট করেছে। হংকংকে এক কানাগলি অবস্থায় ফেলার অপচেষ্টা করেছে তারা। এখন হংকংয়ের উচিত ভাল সদস্যদের নির্বাচন করা। যারা হংকংয়ের সহিংসতাকে সমর্থন করে, তাদেরকে বের হতে হবে।

সম্পাদকীয়তে বলা হয়, হংকংকে বাঁচিয়ে রাখতে আজকের এই ভোটদান ভীষণ গুরুত্বপূর্ণ। হংকংয়ের অধিবাসীদের উচিত নিজেদের হাতের ভোট ভালভাবে কাজে লাগানো। এটি হংকং অধিবাসীদের ভবিষ্যত জীবন এবং হংকংয়ের উন্নয়নের সম্ভাবনার সঙ্গে জড়িত। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040