২০২২ সালে চীনে ৬৬৭ বিলিয়ন বর্গমিটার উচ্চ গুণগত মানের কৃষিজমি প্রতিষ্ঠিত হবে
  2019-11-25 15:44:55  cri
নভেম্বর ২৫: সাম্প্রতিক বছরগুলোতে চীনে বিভিন্ন স্থানে উচ্চ গুণগত মানের কৃষিজমি প্রতিষ্ঠাকাজকে এগিয়ে নেয়া হয়েছে। এতে লক্ষণীয় সাফল্যও অর্জিত হয়েছে। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদে 'উচ্চ গুণগত মানের কৃষিজমি প্রতিষ্ঠাকাজ কার্যকরভাবে জোরদার করার মাধ্যমে দেশের খাদ্যশস্য নিরাপত্তার সুনিশ্চয়তার সামর্থ্য বাড়ানোর মতামত' সংক্ষেপে 'মতামত' প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে আজ (সোমবার) চীনের কৃষি ও গ্রাম বিষয়ক উপমন্ত্রী ইয়ু সিন রুং রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ২০২২ সালে চীনে ৬৬৭ বিলিয়ন বর্গমিটার উচ্চ গুণগত মানের কৃষিজমি প্রতিষ্ঠিত হবে ।

গুরুত্বপূর্ণ কৃষি পণ্য বিশেষ করে খাদ্যশস্য সরবরাহ সুনিশ্চিত করা হচ্ছে চীনে গ্রামীণ পুনরুত্থান কৌশলের প্রধান দায়িত্ব। উচ্চ গুণগত মানের কৃষিজমি প্রতিষ্ঠা করা হচ্ছে খাদ্যশস্যের বহুমুখী উত্পাদনের ক্ষমতা বাড়ানো এবং দেশের খাদ্যশস্য নিরাপত্তা সুনিশ্চিত করার মৌলিক ব্যবস্থা।

এদিন প্রেস ব্রিফিংয়ে ইয়ু সিন রুং বলেন, চীনা জনসংখ্যার প্রবৃদ্ধি এবং শহরায়নের অব্যাহত উন্নয়নের পাশাপাশি, 'মানুষ বেশি জমি কম' এবং 'কৃষিজমির আয়তন একটু দুর্বল'সহ সংশ্লিষ্ট সমস্যা অধিক থেকে অধিকতর বেশি হয়েছে। এই 'মতামত' কেবল যে পরিমাণের লক্ষ্যের কথা বলেছে তা নয়, এতে উচ্চ গুণগত মানের সংখ্যার কথাও উল্লেখ করা হয়েছে।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040