টোকিওতে শিনজো আবে ও ওয়াং ই'র বৈঠক
  2019-11-25 15:45:55  cri
নভেম্বর ২৫: আজ (সোমবার) জাপানের রাজধানী টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

শিনজো আবে বলেন, সাম্প্রতিক দিনগুলোতে জাপান ও চীনের উচ্চ পর্যায়ের আদান-প্রদান ঘনিষ্ঠ এবং দু'পক্ষের সম্পর্কের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অগ্রগতি অর্জিত হয়েছে। আগামী বছর চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের জাপানে রাষ্ট্রীয় সফরের প্রত্যাশায় রয়েছে জাপান। এ সফর হবে নতুন সময়ে দু'দেশের সম্পর্ক গড়ে তোলার গুরুত্বপূর্ণ সুযোগ। দু'দেশের সম্পর্কের স্থিতিশীলতা হচ্ছে এশিয়ার শান্তি ও সমৃদ্ধির মাইলফলক। এটি বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে ভীষণ গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে দু'দেশের সম্পর্কের নতুন সম্ভাবনা উন্মোচন করতে জাপান ইচ্ছুক বলেও জানান তিনি।

ওয়াং ই বলেন, দু'দেশের শীর্ষনেতৃবৃন্দের রাজনৈতিক নেতৃস্থানীয় ভূমিকা পালন করা এবং দু'পক্ষের যৌথ প্রচেষ্টা চালানোর মাধ্যমে দু'দেশের সম্পর্ক পুনরায় স্বাভাবিক পথে ফিরে এসেছে এবং তা অব্যাহতভাবে উন্নত হয়েছে। এ বছরের জুন মাসে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের ওসাকা বৈঠক সফল হয়েছে। এতে নতুন সময়ে চীন ও জাপানের সম্পর্ক গড়ে তোলায় গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছে দু'পক্ষ। চীন ও জাপানের সম্পর্কের উন্নয়ন কেবল যে দু'দেশ ও দু'দেশের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা নয়, তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040