বেইজিংয়ে প্রেসিডেন্ট সি'র সঙ্গে রুশ প্রতিনিধিদলের বৈঠক
  2019-11-25 19:06:07  cri
নভেম্বর ২৫: আজ (সোমবার) বেইজিংয়ে গণমহাভবণে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে রাশিয়ার সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান বরিস গ্রেজিলভের নেতৃত্বে 'ইউনাইটেড রাশিয়া' পার্টির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়।

'ইউনাইটেড রাশিয়া' ঊনবিংশ জাতীয় কংগ্রেস সুষ্ঠুভাবে আয়োজন করায় অভিনন্দন জানান প্রেসিডেন্ট সি। চীন ও রাশিয়ার ক্ষমতাসীনদলের সংলাপ ব্যবস্থার সপ্তম অধিবেশনে অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলকে স্বাগতও জানান প্রেসিডেন্ট সি। তিনি বলেন, এ বছর চীন ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। প্রেসিডেন্ট সি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথভাবে ঘোষণা করেছেন যে, চীন ও রাশিয়া নতুন সময়পর্বে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক উন্নয়ন করবে। এটি বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

প্রেসিডেন্ট সি বলেন, সিপিসি ও ইউনাইটেড রাশিয়া চীন ও রাশিয়ার ক্ষমতাসীন দল হিসেবে দু'দেশের সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এবারের অংশগ্রহণকারী প্রতিনিধিরা ভালভাবে বিনিময় ও যোগাযোগ করবেন বলে প্রেসিডেন্ট সি আশা প্রকাশ করেন।

সিপিসি'র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন সুষ্ঠুভাবে আয়োজনে অভিনন্দন জানান বরিস গ্রেজিলভ। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040