সহিংসতা উত্তেজিত করার মাধ্যমে অন্য দেশের ক্ষতি করা নিজের জন্যও ক্ষতি বয়ে আনতে পারে: সিআরআই'র ভাষ্যকার
  2019-11-25 19:06:56  cri
নভেম্বর ২৫: সম্প্রতি মার্কিন পার্লামেন্টে তথাকথিত 'হংকংয়ের মানবাধিকার ও গণতান্ত্রিক বিল' গৃহীত হয়। 'গণতন্ত্র' ও 'অবাধের' অজুহাতে নগ্নভাবে হংকং বিষয় এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র ভাষ্যকার মনে করেন, সহিংসতা উত্তেজিত করার মাধ্যমে অন্য দেশের ক্ষতি করতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু এটি নিজের জন্যও ক্ষতি বয়ে আনতে পারে। এই আধিপত্যবাদ গুরুতরভাবে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করেছে। এই আচরণ আন্তর্জাতিক সমাজের তীব্র নিন্দা পায়।

প্রচুর বাস্তবতা থেকে প্রমাণিত যে, হংকং বিষয়ে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক আচরণ শুধু এক দুই দিনের সময় নয়। পরিসংখ্যানে বলা হয়, ১৯৮৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত, মার্কিন কংগ্রেসে হংকং বিষয়ে ৬০টিরও বেশি তথাকথিত বিল উত্থাপন করা হয়।

যুক্তরাষ্ট্রের এই তথাকথিত বিল যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের জন্য ক্ষতিকর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের এই আচরণ বৈশ্বিক স্থিতিশীলতায় গুরুতর ক্ষতি বয়ে আনবে। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040