বিদেশি মেধাস্বত্ব রক্ষার পাশাপাশি বেইজিংয়ের প্রত্যাশা, চীনের মেধাস্বত্ব রক্ষা করবে বিভিন্ন দেশ
  2019-11-26 14:37:11  cri
নভেম্বর ২৫: সম্প্রতি 'চীনের মেধাস্বত্ব রক্ষা জোরদারের প্রস্তাবে' নতুন যুগে মেধাস্বত্ব রক্ষার বিষয়ে ধারাবাহিক বিন্যাস করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় মেধাস্বত্ব ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা গতকাল (সোমবার) বেইজিংয়ে বলেন, চীন বিদেশি মেধাস্বত্ব রক্ষা করে ও সম্মান করে। পাশাপাশি চীন আশা করে, বিশ্বের অন্যান্য দেশ চীনের মেধাস্বত্ব রক্ষা করবে। চীন বাজারের সব শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সমভাবে রক্ষা করে এবং উদ্ভাবন ও পুঁজি বিনিয়োগের পরিবেশ সৃষ্টির কাজ করে। সেই সঙ্গে চীন বিদেশি মেধাস্বত্ব রক্ষা এবং সাহায্য জোরদার করবে, যাতে চীনা শিল্প প্রতিষ্ঠানগুলোকে বিদেশের বাজারে প্রবেশে সাহায্য করা যায়।

চীন বিশ্বের প্রধান আন্তর্জাতিক মেধাস্বত্ব ইশতেহারে যোগ দিয়েছে, চীন বিশ্বের ৬০টিরও বেশি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি এবং স্মারকলিপি স্বাক্ষর করেছে, ৫০টি বিশ্ব মেধাস্বত্ব সংস্থার সদস্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক সহযোগিতার সম্পর্ক স্থাপন করেছে।

নতুন প্রকাশিত 'মেধাস্বত্ব রক্ষা জোরদারের প্রস্তাবে' বলা হয়, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে, দেশ বিদেশের মেধাস্বত্ব অর্জনকারীদের বিনিময়ের মঞ্চ সুসংহত করতে হবে, বিদেশে মেধাস্বত্ব রক্ষায় সেবা জোরদার করতে হবে, তথ্য অর্জনের ব্যবস্থার সমন্বয় করতে হবে। চীনের রাষ্ট্রীয় মেধাস্বত্ব ব্যুরোর উপপ্রধান কান সাও নিং বলেন,

আমরা বিদেশের মেধাস্বত্বের প্রতি সম্মান দেখাই ও রক্ষা করি, আমরাও আশা করি অন্যান্য দেশও চীনের মেধাস্বত্ব রক্ষা করবে। আমরা অব্যাহতভাবে মধ্য ও ক্ষুদ্র আকারের শিল্প প্রতিষ্ঠান, বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এবং বৈদেশিক পুঁজি শিল্প প্রতিষ্ঠানের বিনিময় ও সংলাপব্যবস্থা সুসংহত করবো, বাজারের সব শিল্প প্রতিষ্ঠানকে সমানভাবে রক্ষা করবো, আরও ভালো উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করবো।

বর্তমানে চীনে মেধাস্বত্ব রক্ষায় কঠোর আইনি-ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যা আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃতি পেয়েছে। বিশ্ব মেধাস্বত্ব সংস্থার প্রকাশিত '২০১৯ সালে বিশ্বের উদ্ভাবনী সূচক' থেকে জানা যায়, এই তালিকায় চীনের অবস্থা উন্নীত হয়ে ১৪তে দাঁড়িয়েছে। '২০২০ সালের বাণিজ্যিক পরিবেশ রিপোর্টে' বলা হয়, চীনের বাণিজ্যিক পরিবেশ বিশ্বে ৩১তম স্থানে উন্নীত হয়েছে।

'বিদেশে মেধাস্বত্ব রক্ষার সেবা জোরদারও' এই প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে রয়েছে: বিদেশে মেধাস্বত্ব মামলা প্রতিরোধের ব্যবস্থা সুসংহতকরণ, গুরুত্বপূর্ণ মামলার গবেষণা জোরদার, ঝুঁকির পূর্বাভাস, বিদেশে তথ্য সেবা মঞ্চ স্থাপন, বিদেশে মেধাস্বত্ব মামলার সমন্বয় ব্যবস্থা স্থাপন, বিদেশে মেধাস্বত্ব সম্পর্কিত বীমা ব্যবস্থা চালু করা ইত্যাদি।

এই সম্পর্কে চীনের রাষ্ট্রীয় মেধাস্বত্ব ব্যুরোর উপপ্রধান কান সাও নিং জানান,

"মঞ্চ স্থাপন জোরদার করলে বিদেশে মেধাস্বত্ব রক্ষা আরও কার্যকর হতে পারবে। সক্রিয়ভাবে বিদেশে মেধাস্বত্ব রক্ষায় সমন্বয় জোরদার করা, বিদেশে মেধাস্বত্ব তথ্যসেবা মঞ্চ স্থাপন করা, বিদেশে মেধাস্বত্ব মামলা মোকাবিলা কেন্দ্র স্থাপন করার মাধ্যমে চীনা শিল্প প্রতিষ্ঠানের বিদেশের বাজারে প্রবেশে সহযোগিতা করা যায়।"

সাম্প্রতিক বছরগুলোতে চীন অব্যাহতভাবে মেধাস্বত্ব রক্ষা ব্যবস্থা জোরদার করছে। চীন সরকার এবং রাষ্ট্রীয় পরিষদ মেধাস্বত্ব রক্ষার বিষয়ে ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে। চীনের নতুন লক্ষ্য: ২০২৫ সালে মেধাস্বত্ব রক্ষায় সমাজের সন্তোষজনক অবস্থার উচ্চ মান বজায় রাখা, মেধাস্বত্ব রক্ষার সামর্থ্য উল্লেখযোগ্য মাত্রায় বাড়ানো এবং মেধাস্বত্ব রক্ষার ব্যবস্থা আরও পূর্ণাঙ্গ করা।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040