দুটি প্রাচীন সভ্যতার মধ্যে কথোপকথন: মিশরীয় পিরামিডগুলো চীনা সাংস্কৃতিক কার্যকলাপ মঞ্চস্থ করেছে
  2019-11-26 15:44:58  cri

১২ নভেম্বর সকালে, মিশরের কায়রোতে পিরামিডগুলোর সামনে একটি নতুন চীনা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। কায়রো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা পিরামিডকে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করে এবং মরুভূমির মঞ্চে থাই চি, ক্রস টক এবং চীনা সংগীতের মতো চীনা সংস্কৃতি পরিবেশন করে।

থাই চি পারফরম্যান্স ছিল সবচেয়ে বড় আকর্ষণ। প্রাচীন পিরামিডের সামনে, সুরেলা চীনা প্রাচীন সংগীতের সাথে ১৪০জন মিশরীয় শিক্ষার্থী চীনা ও মিশরীয় সংস্কৃতির এক অনন্য সমন্বয় তুলে ধরে।

এ বছর বিদেশে কনফুসিয়াস ইনস্টিটিউট খোলার ১৫তম বার্ষিকী এবং কায়রো বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধনের ১২তম বার্ষিকী। এ লক্ষ্যে কায়রো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং কায়রো বিশ্ববিদ্যালয়ের চীনা বিভাগ যৌথভাবে কনফুসিয়াস ইনস্টিটিউট "কনফুসিয়াস ইনস্টিটিউট দিবস"সংক্রান্ত চীনা সংস্কৃতি সিরিজ আয়োজন করে। সিরিজের দ্বিতীয় আয়োজন এদিন পিরামিডের সামনে মঞ্চস্থ হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040