মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে কঠোর মনোভাব জানিয়ে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2019-11-26 15:50:55  cri

নভেম্বর ২৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ঝেং চে কুয়াং গতকাল (সোমবার) চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্র্যানস্টাডকে তলব করে মার্কিন প্রতিনিধি পরিষদ এবং সিনেট কর্তৃক তথাকথিত "হংকং বিল অফ রাইটস অ্যান্ড ডেমোক্রেসি" বিল পাসের বিষয়ে কঠোর মনোভাব ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন। উপমন্ত্রী যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ভুল সংশোধন করা, হংকংয়ে হস্তক্ষেপ বন্ধ করা এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।

ঝেং চে কুয়াং বলেন, হংকং চীনের হংকং। হংকংয়ের বিষয়গুলো চীনের অভ্যন্তরীণ বিষয়। এতে কোনও বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের অধিকার নেই। যুক্তরাষ্ট্র উপরোক্ত বিলের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ বিষয়ে নগ্নভাবে হস্তক্ষেপ করেছে, যা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতির মারাত্মক লঙ্ঘন। চীন তার প্রবল ও দৃঢ় বিরোধিতা প্রকাশ করে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা করা ও "এক দেশ, দুই ব্যবস্থা" নীতি বাস্তবায়নে অটল চীন। হংকংয়ে কোনও বহিঃশক্তির প্রভাব মানবে না চীন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040