দুই দেশের মানুষের মনস্তাত্ত্বিক দূরত্ব কমানো ও বন্ধুত্বপূর্ণ অনুভূতি প্রচার করা উচিত: জাপানে চীনের পররাষ্ট্রমন্ত্রী
  2019-11-26 15:52:20  cri

নভেম্বর ২৬: চীন ও জাপানের মনস্তাত্ত্বিক দূরত্ব কমানো ও বন্ধুত্বপূর্ণ অনুভূতি প্রচার করা উচিত বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। জাপান সময় সোমবার চীনের টোকিওতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিত্সুর সঙ্গে যৌথভাবে চীন-জাপান উচ্চ পর্যায়ের সাংস্কৃতিক বিনিময়-আলোচনা-ব্যবস্থা শুরু করেন ওয়াং ই। তাঁরা বলেন, চীন ও জাপান একে অপরের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং হাজার হাজার বছর ধরে সাংস্কৃতিক বিনিময় চলেছে। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর, দু'দেশের মানুষ 'চীন-জাপানের মধ্যে যুদ্ধ না করা' এবং 'চীন-জাপান সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নিতে সম্মত হয়। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মানুষের মধ্যে বিনিময় আরও গভীর হয়েছে এবং জাপানের প্রতি চীনা জনগণের ধারণা আরও সহনশীল ও বৈচিত্র্যময় হয়ে উঠেছে। আমরা মনে করি, জাপানি মানুষ চীনকে আরও বেশি বুঝতে পারবে এবং দু'দেশের মানুষের পারস্পরিক বিশ্বাস আরও গভীর হবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040