যুক্তরাষ্ট্রের লিঙ্গ বৈষম্য সমস্যা নিয়ে চীনের মানবাধিকার গবেষণালয়ের প্রবন্ধ প্রকাশিত
  2019-11-26 16:12:43  cri
নভেম্বর ২৬: আজ (মঙ্গলবার) চীনের মানবাধিকার গবেষণালয় 'যুক্তরাষ্ট্রের লিঙ্গ বৈষম্য সমস্যা গুরুতরভাবে নারীদের মানবাধিকার বাস্তবায়নে বাধা দিয়েছে' শীর্ষক প্রবন্ধ প্রকাশ করেছে।

'নারীদের ওপর যে কোনো রকমের বৈষম্য দূর করার কনভেনশন' শীর্ষক জাতিসংঘের মানবাধিকার মৌলিক কনভেনশন – এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কাজে লাগানো হয়নি এই বিষয়টি প্রবন্ধে সমালোচনা করা হয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের লিঙ্গ বৈষম্য সমস্যা অধিক থেকে অধিকতর অবনতি হওয়ার কথা এবং এটি গুরুতরভাবে নারীদের মানবাধিকার বাস্তবায়নে বাধা দেওয়ার কথাও প্রবন্ধে উল্লেখ করা হয়েছে।

প্রবন্ধে বলা হয়, লিঙ্গ বৈষম্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সামাজিক মহলে এক গুরুতর সমস্যা। অনেক মার্কিন নারী এই সমস্যার শিকার হন।

অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বে অর্থনীতির সবচেয়ে উন্নত দেশ। তবে এই ক্ষেত্রে নারীদের অধিকার এখনো কার্যকরভাবে সুনিশ্চিত হয়নি। কর্মসংস্থান, বেতন ও পেশাগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুতর বৈষম্য সমস্যার সম্মুখীন হচ্ছে মার্কিন নারীরা।

নির্যাতন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে গড়ে ৩জন নারীর মধ্যে ১জন পারিবারিক নির্যাতন সমস্যায় ভোগেন। বাহিনী হচ্ছে নারীদের যৌন নির্যাতন সমস্যার গুরুতর এলাকা।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040