নিরাপত্তা পরিষদের সংস্কার সমস্যায় চীনের অবস্থান তুলে ধরলেন চীনা প্রতিনিধি
  2019-11-26 16:43:57  cri
নভেম্বর ২৬: গতকাল (সোমবার) জাতিসংঘ সাধারণ পরিষদে নিরাপত্তা পরিষদের সংস্কার সমস্যা নিয়ে পর্যালোচনা করা হয়। এতে চীনের অবস্থান তুলে ধরেন জাতিসংঘে চীনের নিযুক্ত স্থায়ী প্রতিনিধি চাং চুন।

চাং চুন বলেন, ২০২০ সাল হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৭৫তম বার্ষিকীও। জাতিসংঘ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম ফলাফল। অতীতকাল পর্যালোচনা করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অপরিহার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিরাপত্তা পরিষদ। আমাদের উচিত সঠিকভাবে ইতিহাস দেখার ভিত্তিতে দৃঢ়ভাবে জাতিসংঘের অবস্থা ও ভূমিকা সমর্থন করা।

তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘের সদস্যদেশগুলোর সংখ্যাগরিষ্ঠ হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি দেশ। এ পর্যন্ত আরও ৬৩টি দেশ কখনও নিরাপত্তা পরিষদে যোগ দেয়নি। বর্তমান বহুপক্ষবাদ বাড়ানোর প্রেক্ষাপটে জাতিসংঘের আরও ঐক্য ও সহযোগিতা দরকার। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040