'চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা' নির্ধারণ নিয়ে বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2019-11-26 19:11:30  cri
নভেম্বর ২৬: উচ্চ গুণগত মানের 'চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা' নির্ধারণ নিয়ে গতকাল (সোমবার) বেইজিংয়ে এক বিশেষ সভায় সভাপতিত্ব করেছেন চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

তিনি বলেন, জাতীয় অর্থনীতির বিন্যাস ও সামাজিক উন্নয়ন গবেষণার প্রেক্ষাপটে 'চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা' নির্ধারণ করবে। চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা চলাকালে বাইরের পরিবেশের অস্থিতিশীলতা ও চ্যালেঞ্জ আরও বেশি হবে।

চীনের বাস্তব অবস্থা ও উন্নয়ন পর্যায়ের ভিত্তিতে উন্নয়নকে প্রথম দায়িত্ব হিসেবে অবিচল থাকতে হবে।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040