ছিংহাই-সম্পর্কিত বৈশ্বিক প্রচার অনুষ্ঠান আয়োজন করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2019-11-27 13:21:52  cri

নভেম্বর ২৭: গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় 'নতুন যুগে চীন: দারুণ সুন্দর ছিংহাই' প্রচার অনুষ্ঠান আয়োজন করে। মন্ত্রণালয়ের 'ব্লু রুমে' প্রদেশ, অঞ্চল ও পৌরসভাগুলির বৈশ্বিক প্রচার কার্যক্রম এতে অংশ নেয়।

চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ছিংহাই প্রদেশ, 'বিশ্বের ছাদে' অবস্থিত। এটি এমন একটি খাঁটি ভূমি যেখানে মানুষ ও প্রকৃতি মিলেমিশে বাস করে এবং এটি চীনের পরিবেশগত সম্পদ। বর্তমানে, ছিংহাই 'এক অঞ্চল, এক পথ'-এর উদ্যোগে ঘনিষ্ঠভাবে জড়িত। চীন ও ইউরোপীয় ট্রেনের সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে। ছিংহাইয়ের দুর্দান্ত সাফল্য হলো চীনের উন্নয়ন ও পুনরুজ্জীবনের কেন্দ্র।

ছিংহাই প্রাদেশিক পার্টি কমিটির সেক্রেটারি ওয়াং চিয়েন চুন বলেন, 'এক অঞ্চল, এক পথ'-এর একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ছিংহাই বিশ্বকে সংযুক্ত করার জন্য নিবিড়ভাবে কাজ করেছে।

ছিংহাই প্রদেশের গভর্নর লিউ নিং পরিবেশ সুরক্ষা, সবুজায়ন, ব্যবসায়ের পরিবেশ ও গণজীবিকা খাতে ছিংহাইয়ের অবস্থা তুলে ধরেন।

চীনে নিযুক্ত সার্বিয়া, কেনিয়া ও মেক্সিকোর রাষ্ট্রদূতগণ নিজ নিজ দেশ ও ছিংহাইয়ের মধ্যে সহযোগিতার কথা জানান। তাঁরা ছিংহাইয়ের অর্জনে স্বীকৃতি দেন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040