চীন-রাশিয়া বিনিয়োগ সহযোগিতা কমিটির ষষ্ঠ বৈঠকে দু'দেশের নেতৃবৃন্দ
  2019-11-27 13:23:25  cri

নভেম্বর ২৭: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী হান চেং গতকাল (মঙ্গলবার) গণ-মহাভবনে রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্তন সিলুয়ানভের সঙ্গে 'চীন-রাশিয়া বিনিয়োগ সহযোগিতা কমিটির' ষষ্ঠ বৈঠকে সহ-সভাপতিত্ব করেছেন। দু'দেশের উন্নয়নকৌশলের সংযুক্তি জোরদার করা এবং বিনিয়োগ সহযোগিতায় নতুন সাফল্য অর্জনে একমত হয়েছে দুই পক্ষ।

হান চেং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট পুতিন সর্বসম্মতভাবে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা আরও গভীর করা, বিনিয়োগ সহযোগিতা কমিটির সমন্বয়মূলক ভূমিকা নেওয়া এবং আরও সহযোগিতা প্রকল্প প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন। চীন রাশিয়ার সঙ্গে দু'নেতার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন, চীন-রাশিয়া বিনিয়োগ সহযোগিতায় উচ্চ মানের উন্নয়ন এগিয়ে নেওয়া, আরও কার্যকর ফলাফল অর্জন করা এবং চীন-রাশিয়া নতুন যুগে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক।

সিলুয়ানভ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিনিয়োগ অনেক বৃদ্ধি পেয়েছে। অবকাঠামো, জ্বালানি, কৃষি, চিকিত্সা, বিজ্ঞানপ্রযুক্তি খাতে বেশ কয়েকটি বড় বিনিয়োগ প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দুই দেশের প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ মতৈক্য অনুযায়ী রাশিয়ায় বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্প বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ এবং রাশিয়ায় চীনা কোম্পানিগুলোকে আরও ভালো পরিবেশ দিতে চায় রাশিয়া।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040