আ পাও
  2019-11-27 15:35:37  cri

আ পাও, তাঁর আসল নাম চাং সাও ছুন, ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি চীনের সানসি প্রদেশের তাথুং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন কণ্ঠশিল্পী।

আ পাও সানসি প্রদেশের তাথুং শহরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় রীতিনীতির প্রভাবে তিনি ছোটবেলা থেকেই লোকগান গাইতে পছন্দ করতেন। পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তাই তিনি পেশাদার সংগীত স্কুলে ভর্তি হতে পারেন নি। তিনি গান গাওয়ার কোনো পদ্ধতি জানতেন না এবং কোনো শিক্ষকের সাহায্যও পাননি। শুধুমাত্র সংগীতকে ভালোবেসেই প্রতিদিন পাহাড় নিয়ে গান গাইতেন।

২০০৪ সালে আ পাও চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র 'পশ্চিমাঞ্চলের লোকগান প্রতিযোগিতায়' অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন। আর এভাবেই তিনি সংগীতজগতে পা দেন।

২০০৪ সালের অগাস্ট মাসে, তিনি বেইজিংয়ে আয়োজিত 'পশ্চিমাঞ্চলের লোকগান সংগীতানুষ্ঠানে' অংশ নেন। একই বছরের অক্টোবর মাসে তিনি সিসিটিভি'র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান 'সিংকুয়াংতাতাও'-এ যোগ দিয়ে প্রথম মাসের চ্যাম্পিয়ন হন।

২০০৫ সালের মার্চ মাসে আ পাওয়ের প্রথম অ্যালবাম 'আ পাও' প্রকাশিত হয়। সে বছরের অক্টোবরে 'পাহাড়ের ফুল এত লাল' নামে গানটি নিয়ে তিনি 'সিংকুয়াংতাতাও'-এর বার্ষিক চ্যাম্পিয়ন হন।

২০০৬ সালের জানুয়ারি মাসে আ পাও সিসিটিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করেন। সে বছরের ফেব্রুয়ারিতে, তাঁর দ্বিতীয় অ্যালবাম 'তোমাকে খুব মিস করি' প্রকাশিত হয়। জুন মাসে, তিনি সিঙ্গাপুরে আয়োজিত 'চীন-সিঙ্গাপুর সংগীতানুষ্ঠানে' অংশ নেন।

২০০৭ সালের মার্চ মাসে, আ পাও চীনের সিসিটিভি'র লন্ঠন উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

২০০৯ সালের জানুয়ারি মাসে, আ পাও সিসিটিভি চ্যানেল ৬-এর নববর্ষের বিশেষ অনুষ্ঠান 'শ্রমিক চলচ্চিত্রকে ভালোবাসি'-তে অভিনয় করেন।

২০০৯ সালের ১৫ অগাস্ট, আ পাও সুইডেনে 'রক সংগীতানুষ্ঠানে' অংশ নেন।

২০১১ সালের ৩০ এপ্রিল, বেইজিংয়ে আয়োজিত বড় আকারের সংগীতানুষ্ঠানে আ পাও 'পাহাড়ের ফুল এত লাল' এবং 'তোমাকে ভালোবাসি কিন্তু তা বলতে পারি না' নামে দু'টি গান পরিবেশন করেন।

২০১২ সালে আ পাওয়ের তৃতীয় অ্যালবাম 'অশ্রু' প্রকাশিত হয়। ২০১৪ সালে আ পাওয়ের চতুর্থ অ্যালবাম 'কৃষির রক গান' প্রকাশিত হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আ পাও-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040