'জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের নীতি ও অভিযান সংক্রান্ত বার্ষিক রিপোর্ট--২০১৯' প্রকাশিত
  2019-11-27 16:23:25  cri
নভেম্বর ২৭: 'জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের নীতি ও অভিযান সংক্রান্ত বার্ষিক রিপোর্ট--২০১৯' আজ (বুধবার) প্রকাশিত হয়েছে। চীনের প্রাকৃতিক পরিবেশ উপমন্ত্রী চাও ইং মিন বলেন, ২০১৮ সাল থেকে চীনে কার্বন নিঃসরণের পরিমাণ অব্যাহতভাবে নেমে আসছে। ভবিষ্যতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার। এই প্রক্রিয়ায় সবুজ নিম্নকার্বন উন্নয়নকাজকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, চীন অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করবে এবং বহুপক্ষবাদ ব্যবস্থার কাঠামো রক্ষা করবে। বিভিন্ন পক্ষের সঙ্গে যৌথ প্রচেষ্টা চালিয়ে এ ছরের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে ইতিবাচক ফলাফল অর্জন করতে চীন ইচ্ছুক বলেও জানান তিনি। এটিও 'প্যারিস চুক্তির' সার্বিক বাস্তবায়নে দৃঢ় ভিত্তি সৃষ্টি করবে।

তিনি আরো বলেন, ২০০৯ সাল থেকে চীন ইতোমধ্যেই পর পর ১১ বছর 'জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের নীতি ও অভিযান সংক্রান্ত বার্ষিক রিপোর্ট' প্রকাশ করে এসেছে। এবারের রিপোর্টের মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন প্রশমন, মৌলিক সামর্থ্য, ব্যাপক অংশগ্রহণ, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় জোরদার এবং 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন' সংক্রান্ত ২৫তম স্বাক্ষরকারী সম্মেলনের মৌলিক অবস্থাসহ ৮টি বিষয় ।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040