চীনা অর্থ বাজারকে অব্যাহতভাবে ভাল দেখে বৈদেশিক পুঁজি: সিআরআই'র ভাষ্যকার
  2019-11-27 18:38:48  cri
নভেম্বর ২৭: গতকাল (মঙ্গলবার) বিশ্বে সর্বোচ্চ সূচক কোম্পানি এমএসসিআই-এর ভেতরে চীনা 'এ' শেয়ার আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এ ছাড়া, আরও অনেক বৈশ্বিক বিখ্যাত সূচক কোম্পানিতে চীনা 'এ' শেয়ার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র ভাষ্যকার মনে করেন, চীনা অর্থ বাজারকে অব্যাহতভাবে ভাল দেখে বৈদেশিক পুঁজি।

চীনা 'এ' শেয়ার কেন বৈদেশিক পুঁজির দৃষ্টি আকর্ষণ করেছে? এটি নির্ভর করে চীনা অর্থ বাজারের অব্যাহতভাবে বৃদ্ধি এবং উন্মুক্তকরণের ওপর। একদিকে, বর্তমান রেনমিনপি'র স্থিতিশীলতা অনেক প্রবল, চীন সম্ভবত হবে বৈশ্বিক অর্থের গুরুত্বপূর্ণ স্থান। অন্যদিকে, চীন অব্যাহতভাবে অর্থ বাজার উন্মুক্ত করে।

চীনের শেয়ার তত্ত্বাবধান কমিটির পরিসংখ্যানে বলা হয়, এ বছর চীনা শেয়ার বাজারে বৈদেশিক পুঁজির পরিমাণ ২৪০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে চীনা অর্থ বাজারে আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগকারীদের আস্থা তুলে ধরা হয়।

(ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040